নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে আমাদের দেশের বৃহত্তম টেলিকম সংস্থা গুলির মধ্যে এয়ারটেল (Airtel) অন্যতম। বরাবরই গ্রাহকদের সুবিধার্থে নিত্যনতুন রিচার্জ প্লান (Recharge Plan) এনে চমক দিতে এই টেলিকম সংস্থার জুড়ি মেলা ভার। এবার তেমনই বিদেশে ভ্রমণকারী এয়ারটেল গ্রাহকদের জন্য ইন্টারন্যাশনাল রোমিং প্যাক (International roaming Pack) চালু করেছে এয়ারটেল।
জানা যাচ্ছে নতুন এই ট্যারিফ প্ল্যান শুরু হচ্ছে মাত্র ১৩৩ টাকা থেকে। শুধু তাই নয়, পাশাপাশি অতিরিক্ত বেনিফিট হিসাবে থাকছে অতিরিক্ত ডেটা ইন ফ্লাইট কানেক্টিভিটি এবং ২৪×৭ কন্ট্যাক্ট সেন্টার সাপোর্ট। বিশ্বের মোট ১৮৪টি দেশে এয়ারটেলের এই ইন্টারন্যাশনাল রোমিং প্যাকের সুবিধা পাওয়া যাবে।
আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, একটি সিঙ্গেল ইন্টারন্যাশনাল রোমিং প্যাক নিয়েই সংশ্লিষ্ট দেশগুলিতে ঘুরতে পারবেন গ্রাহকরা। এর পাশাপাশি এই প্ল্যানের ক্ষেত্রে অটো-রিনিউয়ালের সুবিধাও রয়েছে।
জানা যাচ্ছে এয়ারটেলের এই প্ল্যান ব্যবহারকারীরা Thanks app-এর মাধ্যমেই সাবস্ক্রাইব করতে পারবেন। আর এই প্ল্যান রিচার্জ করার গ্রাহকরা যখন নিজেদের গন্তব্যে পৌঁছবেন তখনই এই প্ল্যান অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে।
এমনিতে Airtel-এর সবথেকে কম দামের ইন্টারন্যাশনাল প্ল্যান শুরু হচ্ছে ১৯৫ টাকা থেকে। যার ভ্যালিটিডি মাত্র একদিন। এই প্ল্যানে ২৫০ এমবি ডেটাসহ মিলবে ১০০ মিনিটের কলিং সুবিধা। সেইসাথে থাকবে ১০০টি ফ্রি এসএমএস-এর সুবিধা। এছাড়াও পাওয়া যাবেইন-ফ্লাইট ডেটা বেনিফিটও। উলেখ্য Airtel-এর ইন-ফ্লাইট ডেটা অ্যাক্সেস-সহ একাধিক প্ল্যান রয়েছে।
এছাড়াও রয়েছে এয়ারটেলের একই রকম আরও একটি ডেটা প্ল্যান। ২৯৫ টাকা মূল্যের এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটিও মাত্র একদিন। এই প্ল্যানে ৫০০ এমবি ডেটা বেনিফিট পাওয়া যাবে।তাছাড়া বাকি সব কিছুই আগের প্ল্যানের মতো। এছাড়া আছে ৫৯৫ টাকার রিচার্জ প্ল্যান। একদিনের এই প্ল্যানে ইন-ফ্লাইট ডেটা বেনিফিট-সহ মিলবে ১ জিবি ডেটা। আর বাকি সব আগের মতোই।