নিউজশর্ট ডেস্কঃ দেশের অন্যতম এবং জনপ্রিয় বৃহত্তম টেলিকম অপারেটর হল রিলায়েন্স জিও(JIO)। এই সংস্থা তার ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে নিত্যনতুন অফার নিয়ে আসে। কম খরচে দীর্ঘমেয়াদি অফারের জন্য বহু মানুষের ভরসা হলো জিও। আপনিও যদি এবার জিও সিম কিনতে চান তাহলে ঘরে বসেই জিও সিম পেতে পারেন। এর জন্য আপনাকে কোন চার্জ দিতে হবে না। আর ফ্রি ডেলিভারি উপভোগ করতে পারবেন।
কিভাবে সিম ফ্রি হোম ডেলিভারি পাবেন?
১) এর জন্য আপনাকে প্রথমে জিও সিম পেজে যেতে হবে।
২) এরপরে আপনাকে নাম এবং মোবাইল নম্বর দিয়ে সমস্ত বিবরণ দিতে হবে।
৩) এরপর আপনাকে OTP জমা দিয়ে মোবাইল নম্বর যাচাই করতে হবে।
৪) তারপর আপনাকে প্রিপেইড বা পোস্ট সিম বিকল্প নির্বাচন করতে হবে।
৫) তারপরে আপনি যেখানে সিম পেতে চান সেই বিবরণ লিখতে হবে।
৬) এরপর জিও প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করবে।
৭) এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনাকে জিওর নিকটবর্তী কোন সেন্টারে যেতে হবে। যেখানে আপনাকে এড্রেস প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স ডকুমেন্ট নিয়ে যেতে হবে।
আরও পড়ুন: Big Bazaar: এই Big Bazaar-কে মনে আছে! জানেন কেন দেনার দায়ে ডুবতে হল এই জনপ্রিয় কোম্পানিকে?
৮) এরপর আপনি আপনার সিম কার্ড পেয়ে যাবেন।
৯) এরপরে আপনার সিম এক্টিভেট হয়ে যাবে।