নিউজ শর্ট ডেস্ক: বাংলা দিদি নাম্বার ওয়ান রচনা বন্দোপাধ্যায় (Rachna Banerjee)। একসময় তিনিই ছিলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তবে রচনা অভিনয় ছেড়ে দিয়েছেন বহুদিন। পরবর্তীতে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)-এর হাত ধরেই পেয়েছেন বাংলা জোড়া খ্যাতি।
বছরের পর বছর ধরে তাঁর অনবদ্য সঞ্চালনায় হুহু করে বেড়েছে এই রিয়েলিটি শোয়ের জনপ্রিয়তা। এই মুহূর্তে রিয়েলিটি শো ছাড়াও আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার নিয়ে তুমুল ব্যস্ত অভিনেত্রী। এরই মাঝে সোমবার ভোটের হলফনামা জমা দিয়েছেন অভিনেত্রী।
সেখানেই তিনি উল্লেখ করেছেন তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ। পাশাপাশি রচনা জানিয়েছেন তাঁর স্বামী প্রবাল বসুর সম্পত্তির পরিমাণ-ও। এদিন ওই হলফনামাতে রচনা জানিয়েছেন ২৯ এপ্রিল পর্যন্ত তাঁর হাতে রয়েছে দেড় লক্ষ টাকা। এছাড়া ওই তারিখ পর্যন্ত অভিনেত্রীর স্বামীর হাতে রয়েছে, ৫০ হাজার টাকা।
বিগত ৫ বছরে রচনার আয়
এই মুহূর্তে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা ছাড়াও রচনার রয়েছে শাড়ি-গয়না, বিউটি প্রোডাক্টসের নিজস্ব ব্যবসা। এছাড়াও মাঝেমধ্যেই স্টেজ শো করতে দূর-দূরান্তে পৌঁছে যান তিনি। জমা দেওয়া হলফনামা অনুসারে, ২০২২-২৩ অর্থবর্ষে রচনার আয় ৩ কোটি ১১ লাখ ২২ হাজার ০৮০ টাকা। আর ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ১ কোটি ৪৪ লাখ ২০ হাজার ২১০। এছাড়া ২০১৯-২০ অর্থবর্ষে তিনি আয় করেছিলেন ২ কোটি ৩১ লাখ ০৪ হাজার ৬৫০ টাকা আর ২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর আয়ের পরিমাণ ২ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ১৪০ টাকা।
আরও পড়ুন: পরিচারিকা কাজ করতে চায় না, এবার আরো মানুষ ঘৃণা করবে, বিস্ফোরক ‘জুন আন্টি’
অন্যদিকে রচনার স্বামী প্রবাল বসু ২০২২-২৩ অর্থবর্ষে আয় করেছেন ২ লাখ ৩৯ হাজার ২৪০ টাকা, আর ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় হয়েছিল ৬৩ হাজার ৮১০ টাকা, ২০২০-২১ অর্থবর্ষে তিনি আয় করেছিলেন ৪ লাখ ২০ হাজার ৫১০ টাকা, এছাড়া ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ লাখ ৯২ হাজার ৪০০ টাকা।
রচনার সোনা-গয়নার পরিমাণ কত ?
অভিনেত্রীর নিজের দেওয়া হলফনামা থেকে জানা যাচ্ছে সোনা এবং রুপো মিলিয়ে তাঁর মোট ৯৫৫ গ্রামের গয়না আছে । যার বাজার মূল্য প্রায় ৪৭ লাখ ৯২ হাজার। অন্য দিকে, তাঁর স্বামী প্রবাল বসু-র কাছে সোনা এবং রুপো মিলিয়ে প্রায় ৪ লাখ ৪১ হাজার ৫৫০ টাকার জিনিস আছে।
রচনার গাড়ি কটি?
অভিনেত্রীর মোট দু’টি গাড়ি আছে। ২০১৯ সালে তিনি যে গাড়িটি কিনেছিলেন, তার বাজার মূল্য ৮ লাখ ৬৩ হাজার। এছাড়া ২০২২ সালে তিনি ১১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা দিয়ে আরও একটি গাড়ি কিনেছিলেন।
রচনার স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ:
বর্তমানে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে মোট ১৮ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৭৩.৭১ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। এছাড়াও রয়েছে তাঁর ১৪ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ৩৫১ টাকার স্থাবর সম্পত্তি।
অন্যদিকে রচনার স্বামী প্রবল বসুর কাছে রয়েছে মোট ৬৭ লাখ ২২ হাজার ৫২২.৫৬ টাকার অস্থাবর সম্পত্তি। আর তাঁর স্বামীর কাছে আছে মোট ১ কোটি ৯ লাখ ১৫ হাজার ৬৫০ টাকার স্থাবর সম্পত্তি।