IAS Factory

IAS Factory: এখানের বেশিরভাগ লোক IAS-IPS, জানেন কেন এই গ্রামকে ভারতের ‘আইএএস কারখানা’ বলে?

নিউজশর্ট ডেস্কঃ ভারত এমন একটি দেশ, যে দেশের নানা কাহিনী সম্পর্কে জানার আগ্রহ থাকলে সকলের মধ্যে। ভারতে সমস্ত কাজকর্ম প্রশাসনিক প্রধান দ্বারা পরিচালিত হয়। তবে আপনি যদি দেশের সর্বোচ্চ প্রশাসনের পদগুলোতে কাজ করতে চান। তাহলে সেক্ষেত্রে ইউপিএসসি পরীক্ষাতে পাশ করতে হবে।

এখানে পাশ করতে পারলে আইএএস(IAS) এবং আইপিএস হয়। বিভিন্ন উচ্চপদে কাজ করা যাবে। তবে এই পরীক্ষা এত সহজ নয়। এর জন্য কঠোর পরিশ্রম এবং অধ্যাবস্যার প্রয়োজন হয়। এর সাথে প্রয়োজন হয় কোচিং, বই পত্র এবং বিভিন্ন আইপিএস এবং আইএএসদের পরামর্শ। তবে ভারতের বহু গ্রামের সন্তানেরা আইপিএস এবং আইপিএস হয়ে দেখিয়ে দিয়েছেন।

কিন্তু গ্রামে সমস্ত রকমের সুযোগ সুবিধা না থাকার জন্য আইএএস এবং আইপিএস হওয়ার স্বপ্ন দেখলেও বহু পরীক্ষার্থী গ্রাম ছেড়ে শহরে এসে পড়াশোনা করেন। তবে ভারতবর্ষে এমন একটি গ্রাম রয়েছে যেখানে এই সমস্ত পরিষেবা না থাকা সত্ত্বেও সবথেকে বেশি আইপিএস এবং আইএএস পাস ছাত্রছাত্রী তৈরি হয়েছেন।

আরও পড়ুন: Aadhaar Card: এবার তৈরী করুন আধার কার্ড, ভালো বেতনের চাকরির সুযোগ দিচ্ছে UIDAI! রইল সব খুঁটিনাটি

এই গ্রামে নেই কোন কোচিং সেন্টার। না আছে কোন বিশেষ সুযোগ সুবিধা। কিন্তু তবুও প্রচুর মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে। এখানে বিগত ১০০ বছর আগে থেকেই এই গ্রাম অন্য গ্রাম থেকে আলাদাভাবে নিজেদের পরিচিতি তৈরি করে রেখেছে। এই গ্রাম কোথায় রয়েছে? উত্তরপ্রদেশের মাধোপট্টি হল সেই গ্রাম। এই গ্রামকে ভারতের আইএএস কারখানা বলা হয়।

কারণ এই গ্রামে এমন একটি পরিবার আছে যেখানে চার ভাই চার জন আইএএস। এই গ্রামে মোট ৭৫টি পরিবার রয়েছে যেখানে আইপিএস এবং আইপিএস পাশ করার জন্য উপযুক্ত পরিকাঠামো নেই। কিন্তু তবুও এই গ্রাম থেকে ৫১ জন আইপিএস আধিকারিক সারা দেশ জুড়ে বিভিন্ন পদে কাজ করছেন। আর এই কারণে ভারতবর্ষের এই গ্রামকে ভারতের আইএএস কারখানা বলা হয়।

Papiya Paul

X