নিউজ শর্ট ডেস্ক: গরম পড়তেই কদর বেড়েছে এসির (AC)। পাল্লা দিয়ে বাড়ছে বিক্রিও। তবে বাড়ি ছাড়াও এখন গাড়িতেও এসির ব্যবহার অনেক বেড়ে গিয়েছে। কিন্তু এসির অতিরিক্ত ব্যবহার করা হলে তার সার্ভিসিং (Servicing) করাও জরুরী। তবে সকলেই জানেন এসি খুবই হাইমেনটেনেন্স মেশিন।
তাই গরমের হাত থেকে বাঁচার জন্য বাড়িতে হোক কিংবা গাড়িতে শুধু এসি চালালেই হবে না। নিয়মিত এসি সার্ভিসিং করানো জরুরী। কিন্তু এসি সার্ভিসিং করানো যথেষ্ট হয়ে থাকে। তাই খরচের কথা ভেবেই এসি সার্ভিসিংয়ে অবহেলা করে থাকেন অনেকেই।
যার ফলে পরবর্তীতে এসে নিয়ে সমস্যায় পড়েন তারাই। তবে এবার আমজনতার এই সমস্যার সমাধান করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, একটি জাপানি সংস্থা নিসান (Nissan)। এই সংস্থার তরফের সম্প্রতি নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ। যার মাধ্যমে তাঁরা ভারতে আয়োজন করছে একটি বিনামূল্যের এসি সার্ভিসিং ক্যাম্প (Free AC Servicing Camp)।
জানা যাচ্ছে গত মাসেই অর্থাৎ ১৫-ই এপ্রিল থেকে শুরু হয়েছে এই ক্যাম্প। যা চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। দু মাস ধরে এই ক্যাম্পে এই সারা ভারত জুড়ে মোট ১২০ টি সার্ভিসিং সেন্টারে বিনামূল্যে এসি সার্ভিসিং করানো হবে।
আরও পড়ুন: জল ঢালতে লাগবে না, এই পদ্ধতিতে ছাদ হবে বরফের মত কুল, ঘরে মিলবে ঠান্ডা ঠান্ডা ফিলিংস
এই গরমে এসি ছাড়া গাড়ি চালানোও দুষ্কর। আর এত বেশি এসি চালানোর ফলে সমস্যা হতে পারে গাড়ির এসিতেও (Car AC)। অনেক সময় এসির কম্প্রেসার খারাপ হয়ে যায়, কিংবা হতে পারে কোনো যান্ত্রিক গোলযোগও। তাই এই সমস্যার সমাধানের জন্যই এবার সম্পূর্ণ বিনামূল্যে এসি সার্ভিসিং ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।
সবচেয়ে মজার বিষয় হল এইভাবে এসি সার্ভিসিং এর জন্য গ্রাহককে এক টাকাও খরচ করতে হবে না। শুধু তাই নয় জানা যাচ্ছে গ্রাহকরা এক্ষেত্রে লেবার চার্জের ক্ষেত্রে ২০% ছাড় এবং ভ্যালু এডেড সার্ভিস ট্যাক্সের উপর ১০% ছাড় পাবে ।
এছাড়াও ছাড় মিলবে গাড়ির বিভিন্ন পার্টস, ও অন্যান্য এক্সেসরিজের উপরেও। তবে কেউ যদি পিরিয়ডিক মেইনটেনেন্স সার্ভিস নিতে চান তাহলে তিনি বিনামূল্যে কার পিকআপ, কার ড্রপ, কার ওয়াশ এবং অতিরিক্ত ২০ পয়েন্ট সার্ভিস চেকআপের সুবিধা পাবেন।