নিউজ শর্ট ডেস্ক: এমন অনেকেই আছেন যারা ব্যবসা (Business) করার সুযোগ খোঁজেন,কিন্তু মূলধনের অভাবে তা করে উঠতে পারছেন না। তবে ভুললে চলবে না এখনকার এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে এমন অনেক ধরনের ব্যবসা আছে যা কোনো রকম মূলধন (Zero Capital) ছাড়াই শুরু করা যেতে পারে। আর এই সমস্ত কাজের সবথেকে বড় সুবিধা হল কোথাও না গিয়ে বাড়ি বসেই করা যায়।
এখনকার দিনে এমনই একটি জনপ্রিয় ব্যবসা হলো অনলাইন ক্লাসের ব্যবসা (Online Class Business)। আগেই বলেছি এই ব্যবসা করার জন্য কোনো মূলধনের দরকার পড়ে না। তাছাড়া যদি কোন গৃহবধূ বাড়ির কাজ আর সংসারের কাজ সামলে বাইরে গিয়ে উঠতে না পারেন তাহলে তিনিও নিজের বাড়ি বসেই এই ব্যবসা শুরু করতে পারেন।
এই অনলাইন ক্লাস এমনই একটি ব্যবসা যে এক্ষেত্রে শুধুমাত্র পড়াশোনার ক্লাসই করাতে হবে তার কোনো মানে নেই। এখনকার দিনে ইউটিউবেও অনেক ধরনের টিউটোরিয়াল ভিডিও দেখা যায়। ঠিক সেভাবেই যিনি যে কাজে পারদর্শী তিনি সেই জিনিসেরই অনলাইন ক্লাস করিয়ে ভালো টাকা উপার্জন (Huge Income) করতে পারেন।
সবচেয়ে মজার বিষয় হল এক টাকাও বিনিয়োগ না করে শুধুমাত্র নিজের কিছু মূল্যবান সময় দিয়েই এই ব্যবসা শুরু করা যেতে পারে।কেউ চাইলে ওজন কমানোর টিপস দিয়ে শরীর চর্চার ক্লাস করতে পারেন। কিংবা হ্যান্ডমেট জুয়েলারি কিংবা নাচ,গান অথবা আঁকার লাইভ ক্লাস কিংবা ট্রেনিং করিয়েও মোটা টাকা উপার্জন করতে পারেন।
আরও পড়ুন: বিন্দু থেকে সিন্ধু! ১০ হাজারের ব্যবসা থেকেই, হাজার হাজার টাকা আয় করছেন মহিলারা
এই ব্যবসা শুরু করার জন্য দরকার শুধু একটি স্মার্ট ফোন কিংবা ল্যাপটপ অথবা কম্পিউটারের। এছাড়া পর্যাপ্ত ইন্টারনেট পরিষেবা এক্ষেত্রে খুবই দরকার। এরপর যিনি যে কাজে ভালো সেই কাজ নিয়েই ক্লাস করানোর যেতে পারে। এরপর নিজের ক্লাসের একটি আকর্ষণীয় নাম দিতে হবে।
আর তারপর তৈরি করতে হবে একটি দারুন ক্যাচি ট্যাগ লাইন। এরপর ওই ক্লাসের নাম আর ট্যাগ লাইন দিয়ে হোয়াটসঅ্যাপ,ইন্সটাগ্রাম কিংবা ফেসবুকের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের ক্লাসের প্রচার করতে হবে। এছাড়া যদি আপনার মনে হয় কোন ব্যক্তির আপনার এই ক্লাসের প্রয়োজন রয়েছে তাহলে তাকেও সরাসরি মেসেজ করে জানানো যেতে পারে।
তারপর জুম কল কিংবা ভিডিও গুগল মিটের সাহায্যে ট্রেনিং করানো যেতে পারে। এক্ষেত্রে নিজের ক্লাসের জন্য কেউ চাইলে এটি মাসিক চার্জ রাখতে পারেন। তারপর যদি ক্লাস করে সকলের পছন্দ হয় তাহলে এই ক্লাসের জন্য নিজে থেকেই যোগাযোগ করবেন সবাই। তবে এই অনলাইন ক্লাসের জন্য প্রথমদিকে দু-তিনটি ক্লাস বিনামূল্যেও করা যেতে পারে।
আরও পড়ুন: লাগবে না ১ টাকাও! সম্পূর্ণ বিনামূল্যে AC সার্ভিসিং করছে এই সংস্থা
এরপর যদি কারও ভালো লাগে তখন তারা টাকা দিয়ে ক্লাস করবে। ক্লাসের মাসিক চার্জ হিসেবে যদি ২০০ টাকা করেও নেওয়া হয় তাহলে যদি ক্লাসে মোট ২৫০ জন যুক্ত হয় তাহলে প্রতি মাসে আয় হবে ৫০ লক্ষ টাকা। আর যদি কারও ক্লাসে ৫০০ জন যুক্ত হয়ে থাকেন তাহলে তার মাসিক আয় হবে এক লক্ষ টাকা।
এইভাবে যে যত জন পড়ুয়ার কাছে পৌঁছাতে পারবেন তার তত বেশি আয় হবে। তবে কেউ যদি নিজের ক্লাসের জন্য বেশি পড়ুয়া না পান, তাহলে তিনি সোশ্যাল মিডিয়াতেও বিজ্ঞাপন চালাতে পারেন। তবে তার জন্য কম করে ১০ থেকে ২০ হাজার টাকা খরচ করতে হয়।