নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) তাঁর প্রখর ব্যবসায়িক বুদ্ধি আর দূরদর্শিতার জোরেই আজ পৌঁছেছেন সাফল্যের শিখরে। তবে আজ পর্যন্ত তিনি যে ব্যবসাতেই হাত দিয়েছেন সেই ব্যবসা-ই বিরাট লাভের মুখ দেখেছে। এক কথায় বলতে গেলে মুকেশ আম্বানি ছুঁলেই যেন সোনা ফলে সেই ব্যবসায়।
আর এই কারণেই যে ব্যবসাতেই তিনি ভালো মুনাফা লাভের সম্ভাবনা দেখেন সেই ব্যবসাতেই তিনি রীতিমতো জাঁকিয়ে বসেন। যার ফলে রাতারাতি ঘুম উড়ে যায় অন্যান্য সংস্থাগুলির। এই মুহূর্তে সারা প্রায় দেশজুড়ে প্রচন্ড গরম। আর তাই এই গরমের হাত থেকে ক্ষণিকের নিস্তার পেতেই আম জনতা চুমুক দিচ্ছেন বিভিন্ন ধরনের কোল্ড ড্রিংকসে (Cold Drinks)।
আর ঠিক এই সময়েই কোল্ড ড্রিংকসের বাজার ধরতেই নিজস্ব ব্র্যান্ড ক্যাম্পা কোলা (Campa Cola) নিয়ে হাজির হলেন মুকেশ আম্বানি। প্রসঙ্গত একসময় ভারতে রমরমা বাজার ছিল পেপসি, কোকাকোলা ইত্যাদি হরেক রকমের কোল্ড ড্রিংকসের। তবে এবার তাদের বাজার দখল করতে আসছে মুকেশ আম্বানির নতুন কোল্ড ড্রিংকস ক্যাম্পা কোলা।
প্রসঙ্গত এমনিতে এদেশে পেপসির বাজার শেষ হয়েছেবহুদিন আগেই। আর এবার বিদায় ঘন্টা বেজে গেল কোকাকোলারও। ইতিমধ্যেই এই কোল্ড ড্রিংকসের জন্য জোরকদমে প্রচার চালাচ্ছে মুকেশ আম্বানির সংস্থা। টিভি থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম, আউটডোর এবং প্রিন্ট মিডিয়াতেও চালানো হবে বিজ্ঞাপন।
আরও পড়ুন: ধারে কাছে নেই Jio-Airtel! সবচেয়ে সস্তার দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান এনে ঘুম উড়ালো BSNL
এই ক্যাম্পা কোলা কোল্ড ড্রিংকসের নতুন প্রচারাভিযানে রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, এফএমসিজি শাখা এবং রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেডের তরফ থেকে প্রকৃত ভারতের ছবিকে তুলে ধরার পাশাপাশি তুলে ধরা হয়েছে ভারতের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা।
সেই সাথে কোল্ড ড্রিংকস নিয়ে সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, এটি দামে কম হলেও আন্তর্জাতিক মানের পণ্যের তুলনায় কোনো অংশে কম নয়।