নিউজশর্ট ডেস্কঃ আরজি করে ঘটনার পর থেকে উত্তাল রাজ্য। সুবিচার চেয়ে প্রতিবাদে নেমেছে ডাক্তার, ছাত্রসমাজ থেকে সাধারণ মানুষ। ইতিমধ্যেই জঘন্য অপরাধে অভিযুক্ত সিভিক ভলিন্টিয়ার সঞ্জয় রায় গ্রেফতারও হয়েছে। এরই মাঝে সুখবর মিলল সিভিক ভলিন্টিয়ারদের জন্য। পুজোর আগেই বাড়ানো হল বোনাস।
এখন রাস্তাঘাটে বেরোলেই পুলিশের মত ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষার ডিউটি করতে দেখা যায় সিভিক ভলিন্টিয়ারদের। মূলত পুলিশের কাজে সাহায্য করার জন্য এই নিয়োগ শুরু হয়। বদলে মাসে একটা নির্দিষ্ট মাইনে দেওয়া হয়। তবে আলাদা করে কোনো ডিএ এর সুবিধা মেলেনা। তাই সিভিকদের পরিশ্রমের জন্য অ্যাড-হক বোনাস দেওয়া হয়। ২০২০ সালের ৮ই সেপ্টেম্বর এই বোনাস দেওয়া চালু হয়। সম্প্রতি এই বোনাস বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। যার জেরে খুশি দীর্ঘদিন ধরে কম টাকায় কাজ করে চলা আধা-পুলিশকর্মীরা।
বাড়ছে সিভিক ভলিন্টিয়ারদের অ্যাড-হক বোনাস
বোনাস যে বাড়বে সেটা এবছরের শুরুতেই জানানো হয়েছি। এর আগে ২০০০ টাকা পাওয়া যেত। এবছরের শুরুর দিকেই সেটা বাড়িয়ে ৫৩০০ টাকা করে দেওয়া হয়। তাছাড়া গ্রাম্য অঞ্চল ও শহরের সিভিকদেরও একই হারে বোনাস চালু করা হয়। তবে এবার পুজোর মুখে ফের বাড়ানো হল অ্যাড-হক বোনাস। কতটাকা বাড়ল? জানা যাচ্ছে ৭০০ টাকা বেড়ে এখন থেকে ৬০০০ টাকা বোনাস পাবেন সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ ভলান্টিয়াররা। বুধবারেই নবান্নের তরফ থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ BSNL-র জেরে নাজেহাল! চাপে পরে ২০০ টাকারও কমে একগুচ্ছ প্ল্যান আনল Jio
দীর্ঘদিন ধরেই কম বেতন থেকে সুযোগ সুবিধার অভাব নিয়ে অসন্তোষ দেখা যাচ্ছিল সিভিক ভলিন্টিয়ারদের মধ্যে। এই বোনাস বাড়ানোর ফলে সেই সমস্যা কিছুটা কমবে বলে মনে করছে রাজ্য। তবে আগামী দিনে স্থায়ী নিয়োগ থেকে কাজের পরিবেশ আরও উন্নত করার জন্য উদ্যোগী হতে হবে সরকারকে।