নিউজশর্ট ডেস্কঃ মূল্যবৃদ্ধির জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি ছেলেমেয়েদের শিক্ষার খরচও বেড়েই চলেছে। তবে শিক্ষা অর্জনের পথে যাতে অর্থ কখনো বাঁধা না হয়ে দাঁড়ায় তার জন্য একাধিক স্কলারশিপ প্রকল্প রয়েছে। রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার এমনকি বেশ কিছু প্রাইভেট কোম্পানি বা এনজিও এর তরফ থেকেও শিক্ষামূলক বৃত্তি প্রদান করা হয় মেধাবী ছাত্রছাত্রীদের। এমনই একটি হল Hero Fincorp এর রমন কান্ত মুঞ্জাল স্কলারশিপ।
এটি মূলত একটি যৌথ প্রাইভেট স্কলারশিপ। যেখানে অবদান করলে সর্বোচ্চ ৫ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান পাওয়া যেতে পারে। আজকের প্রতিবেদনে রমন কান্ত মুঞ্জাল স্কলারশিপে কিভাবে আবেদন করতে হবে? কি কি যোগ্যতা থাকতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। তাই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইল।
হিরো ফিনকর্প রমন কান্ত মুঞ্জাল স্কলারশিপ
যেমনটা জানা যাচ্ছে Hero Fincorp ও রমন কান্ত মুঞ্জাল ফাউন্ডেশনের তরফ থেকে যৌথ উদ্যোগে এই স্কলারশিপ চালু করা হয়েছে। যেখানে আবেদনের পর যোগ্য পড়ুয়াদের বছরে সর্বাধিক ৫,৫০,০০০ টাকার বৃত্তি দেওয়া হবে। যেটা তাঁদের পড়াশোনার সংক্রান্ত খরচ করতে সাহায্য করবে।
আবেদনের জন্য যোগ্যতা
- যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় নূন্যতম ৮০ শতাংশ নাম্বার পেয়ে থাকতে হবে।
- এছাড়া আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার কম হতে হবে। তবেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।
এছাড়া আরও একটি শর্ট রয়েছে সেটি হল বেশ কিছু কোর্সের তালিকা দেওয়া হয়েছে। সেই সমস্ত কোর্স ভর্তি হয়ে পড়াশোনা করলে তবেই স্কলারশিপ পাওয়া যাবে। আর কতটাকা পাওয়া যাবে সেট এই কোর্সের উপরের নির্ভর করছে। কি কি বিষয়ে পি পড়াশোনা করলে স্কলারশিপ মিলবে তার তালিকা নিচে দেওয়া রইল।
- B.Com
- B.Sc Statistics
- B.A Economics
- Bachelor of Management Studies
- BBA
- Bachelor in Business Studies
- Bachelor of Banking and Insurance
- Bachelor of Accounting and Finance
- BETA
কিভাবে অনলাইনে Raman Kant Munjal Scholarship এর জন্য আবেদন করবেন?
যারা এই স্কলারশিপে আবেদন করতে হ্কেও তারা অনলাইনের মাধ্যমে করতে পারবে। কিভাবে করবে তার পদ্ধতি নিচে জানানো হলঃ
- এই স্কলারশিপের আবেদন মূলত Buddy4Study পোর্টালের মাধ্যমে হচ্ছে। তাই প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
- এরপর পোর্টালে নাম, ইমেল আইডি, ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা হলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে।
- তারপর ফর্ম ফিলাপ ও ডকুমেন্টস আপলোড করে আবেদন সাবমিট করতে হবে।
আরও পড়ুনঃ হাইকোর্টের আদেশে বাতিল OBC সার্টিফিকেট, তারপরেও কি মিলবে স্কলারশিপের টাকা?
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের রেজাল্ট
- আধার কার্ড
- বাবা মায়ের আধার ও প্যান কার্ড
- আয়ের শংসা পত্র
- আবেদনকারীর বাবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট
- নতুন কোর্স ভর্তির প্রমাণ পত্র
- পাসপোর্ট সাইজ ছবি
- এফিডেভিট (যে তথ্য দেওয়া হয়েছে তা সমস্ত সঠিক তার স্বীকারোক্তি)
স্কলারশিপে আবেদনের জন্য শেষ তারিখ হল আগামী ৫ই সেপ্টেম্বর। আবেদন করার সময় কোনো প্রকার সাহায্যের দরকার পড়লে সাহায্যের দরকার পড়লে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার 011 430-92248 নাম্বারে ফোন করে কথা বলে নেওয়া যাবে। অফিসিয়াল আবেদনের লিংক নিচে দেওয়া হলঃ
Raman Kant Munjal Scholarship এর আবেদনের লিংক : অফসিয়াল লিঙ্ক