Ladakh gets 5 new districts big announcement by Central Government

বদলে যাচ্ছে ভারতের মানচিত্র! ৫ টুকরো হচ্ছে লাদাখ, জন্মষ্টমীতেই বিরাট ঘোষণা কেন্দ্রীয় সরকরের

নিউজশর্ট ডেস্কঃ নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই ড্রিম ডেস্টিনেশনের তালিকায় প্রথম দিকেই রয়েছে লাদাখ। অবশ্য শুধু ভারতীয়রাই নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই নৈস্বর্গিক সৌন্দর্য উপভোগ করতে লাদাক আসেন পর্যটকেরা। মাঝে ৩৭০ অনুচ্ছেদ বাতিল হওয়ার পর ব্যাপক চর্চায় উঠে এসেছিল লাদাখ সহ জম্মু কাশ্মীর। তবে আজ অর্থাৎ ২৬শে অগাস্ট জন্মাষ্টমীর দিনেই এল এক বিরাট ঘোষণা। ভাগ হচ্ছে লাদাখ! সেই সম্পর্কেই বিস্তারিত জানানো হল আজকের প্রতিবেদনে।

২০১৯ সালে আর্টিকেল ৩৭০ বাতিল হওয়ার পর জম্মু ও কাশ্মীর দুটি আলাদা কেন্দ্র শাসিত রাজ্যের তকমা পেয়েছে। তবে এবার বদলে যাচ্ছে লাদাখের মানচিত্র। লাদাখে বসবাসকারী প্রতিটা ভারতীয়দের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে বদ্ধ পরিকর সরকার। এখানে প্রকৃতিকে বাঁচানোর জন্য আন্দোলন থেকে অনশন করেছিলেন বিজ্ঞানী ওয়াংচুক। এবার সেই স্বপন পূরণ হতে চলেছে। প্রকৃতিকে বাঁচিয়ে পর্যটনশিল্পকে কিভাবে আরও উন্নত করে তোলা যায় সেদিকে নজর দেবে সরকার।

বদলে যাচ্ছে লাদাখের মানচিত্র

কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষিত হওয়ার পর লাদাখে দুটি জেলা ছিল। একটি ছিল লেহ ও অন্যটি ছিল কার্গিল। এবার সেটা বদলে মোট ৫ টি জেলায় লাদাখকে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই এই ঘোষণা করেন। একইসাথে নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়াতেও একটি পোস্ট করেছেন এই মর্মে।

আরও পড়ুনঃ শীঘ্রই শুরু হচ্ছে জনগণনার কাজ, কবে বাড়িতে আসবে লোক? জানালেন অমিত শাহের

লাদাখের নতুন ৫ জেলা

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ টি জেলায় বিভক্ত হচ্ছে লাদাখ। জেলাগুলি হল – জানস্কার, দ্রাস, শাম, নুবরা এবং চাংথাং। এদিন নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে অমিত শাহ লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ হল উন্নত ও সমৃদ্ধ লাদাখ গড়ে তোলা। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক লাদাখকে ৫টি রাজ্যে বাক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ওই পোস্টেই ৫ টি নতুন জেলার নাম জানিয়ে অমিত শাহজী আরো লেখেন, ‘নতুন জেলাগুলি লাদাখের মানুষকে আরও উন্নত পরিষেবা পেতে সাহায্য করবে।’

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X