পার্থ মান্নাঃ কালীপুজোর পেরোতেই হালকা শীতের আমেজ অনুভব করা যাচ্ছে। দিনের বেলায় উষ্ণতা কিছুটা বাড়লেও রাত বাড়তেই তাপমাত্রা কমছে। অনেকেই ভোরের দিকে চাদর কিংবা কম্বল খুঁজতে হচ্ছে। অর্থাৎ বাংলায় যে এবার শীত পড়ছে সেটা বেশ বোঝা যাচ্ছে। তবে কি বৃষ্টি বিদায় নিল? নাকি এখনও বৃষ্টির সম্ভানা রয়ে গেছে? চলুন দেখে নেওয়া যাক মৌসম ভবনের বা IMD এর রিপোর্ট অনুযায়ী কেমন থাকবে আজকের আবহাওয়া।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই কলকাতার আকাশ বেশ পরিষ্কার। বৃষ্টির সম্ভাননা নেই বললেই চলে। যদিও মাঝে মধ্যে মেঘের আনাগোনা দেখা যেতেই পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমারা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও তুলনামূলকভাবে কম থাকবে বলে জানা যাচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একেবারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি সেভাবে হয়নি। তাই আজ অর্থাৎ শনিবারেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। তবে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে। বাকি জেলাগুলিতে আলাদা করে কোনো বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের আবহাওয়া শুষ্ক হতে শুরু করলেও উত্তরের কয়েকটি জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ থেকে আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল রবিবার হল ভাইফোঁটা। এই দিনটায় বোনেদের থেকে ফোঁটা নেওয়ার জন্য অপেক্ষায় থাকেন ভাইয়েরা। এদিনে কি বৃষ্টির সম্ভাবনা থাকছে? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে রবিবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে উত্তরের জেলাগুলিতে যেমন – দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।