পার্থ মান্নাঃ দেখতে দেখতে উৎসবের মরশুমের একেরপর এক পুজো শেষ হয়ে যাচ্ছে। রাত পোহালেই ভাইফোঁটা। অন্য বছর এই সময়টাই হালকা শীতের আমেজ থাকলেও এবছর যেন শীত পড়ার নামই নেই। একে দেরিতে এসেছিল বর্ষা। তার উপর অক্টোবরেও ঘূর্ণিঝড়ের জেরে ব্যাপক বৃষ্টি হয়েছে। এবার কবে শীত আসবে বাংলায়? তাছাড়া আগামীকাল ভাইফোঁটার দিনেই বা কেমন থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক কি বলছে মৌসম ভবন বা IMD এর রিপোর্ট।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল কলকাতার আকাশ পরিষ্কার থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বেলা বাড়লে আকাশে হালকা মেঘের দেখা মিলতে পারে। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার ভাইফোঁটার দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি সহ সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে তবে মাঝে কিছু মেঘের দেখাও মিলতে পারে। তবে ব্রিসির কোন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
দক্ষিণের আবহাওয়া মনোরম থাকলেও উত্তরের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ থেকে আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে উত্তরের বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না বলেই জানা যাচ্ছে।
কবে মিলবে শীতের দেখা?
কোথাও আবহাওয়া শুষ্ক তো কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে সে তো জানা গেল। কিন্তু প্রশ্ন হল তাহলে এবছর কবে আসবে শীত? এর উত্তর যদিও সঠিকভাবে বলা যাচ্ছে না তবে নভেম্বর মাসে তাপমাত্রা কিছুটা কমলেও শীত পড়ছে না বলেই জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে যেমনটা জানা যাচ্ছে এবছর শীতের আমেজ পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। মূলত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত পড়তে পারে বলে মনে করা হচ্ছে।