Government Employees Allowance Hike upto 7 times during Exam Duties

একটু আধটু নয়, একধাক্কায় ৭ গুণ বাড়ল ভাতা! ভাইফোঁটায় শিক্ষকদের জন্য বিরাট ঘোষণা সরকারের

পার্থ মান্নাঃ দীর্ঘদিন ধরেই মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন কর্মীরা। সম্প্রতি কেন্দ্রের ভাতা ৪% বেড়ে যাওয়ার ফলে আরও পার্থক্য বেড়েছে রাজ্য ও কেন্দ্রের যার ফলে নতুন করে আরও জোরালো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে কর্মী সংগঠনগুলি। এরই মাঝে শিক্ষকদের জন্য বড় ঘোষণা এল রাজ্য সরকারের তরফ থেকে। যার ফলে মোটা টাকা লাভ হতে পারে শিক্ষদের একাংশের।

শিক্ষকদের নয় বিরাট ঘোষণা রাজ্য সরকারের

জানা যাচ্ছে একধাক্কায় ৫ থেকে ৭ গুণ বাড়তে চলেছে শিক্ষকদের ভাতা। তবে সবাই কিন্তু সেটা পাবেন না। তাহলে কারা পাবেন? জানা যাচ্ছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ, সেন্টার সেক্রেরেটারি, ভেন্যু সুপারভাইজারদের জন্য প্রদেয় ভাতা এর অঙ্ক অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, দুবছর আগেই মধ্যশিক্ষা পর্ষদ ভাতা বৃদ্ধি করেছিল। এৰে ফের নতুন করে ভাতা বৃদ্ধির দাবি উঠছিল। সেই দাবি মেনে নিয়েই এবার ভাতা বৃদ্ধি করা হল। তবে এখুনি সেটা কার্যকর করা হবে না। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫ থেকে নতুন হারে ভাতা পাওয়া যাবে।

কত টাকা বাড়ল ভাতা?

আগে যেখানে উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের ইনচার্জরা ৩০০ টাকা, সেন্টার সেক্রেটারির ৩০০ টাকা ও ভেন্যু সুপারভাইজাররা ১৫০ টাকা পেতেন। সেখানে এবার থেকে ইনচার্জ বা DI-এরা ২০০০ টাকা, ভেন্যু সুপারভাইজার ও ডিএসিদের ১৫০০ টাকা ও ভেন্যুর দায়িত্বপ্রাপ্ত কাউন্সিল নমিনি ৬০০ টাকা পাবেন বলে জানা যাচ্ছে। এখানেই শেষ নয়, যারা প্রশ্নপত্রের দেখাশোনা করবেন তাদের ৭০০ টাকা ভাতা দেওয়া হবে।

শিক্ষা দফতরের তরফ থেকে এই ঘোষণা আসার পর স্বাভাবিকভাবেই খুশি শিক্ষকেরা। কারণ পরীক্ষার সময় ডিউটি দিতেই হয়। সেখানে টাকার অঙ্কটা যদি একটু বেশি পাওয়া যায় তাহলে উৎসাহ একটু বেশি হয়ে যায়।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X