পার্থ মান্নাঃ বাঙালির ভ্রমণ ডেস্টিনেশনের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় একটি হল পুরী। কমবেশি সারাবছরই ভিড় লেগেই থাকে পুরীতে। একদিকে যেমন সমুদ্র, সি বিচ রয়েছে তেমনি জগন্নাথ ধাম থেকে শুরু করে ভুবনেশ্বর, চিল্কা এর মত একাধিক সাইট সিইং থাকায় বাজেটের মধ্যে হলিডে প্লানিং করাটা বেশ সোজা হয়ে যায়। তবে কোথায় থাকবেন কি খাবেন এসব চিন্তায় অনেক সময় প্ল্যান ভেস্তে যায়। তবে চিন্তা নেই এবার মুশকিল আসানে হাজির আইআরসিটিসি (IRCTC)।
IRCTC এর পুরি ভ্রমণ প্যাকেজ
যারা আগামী দিনে পুরী যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য সুখবর! পুরীতে যাওয়া থেকে থাকা খাওয়া সব মিলিয়ে এক দুর্দান্ত প্যাকেজ আনা হয়েছে। তাই যারা কোনো ঝামেলা ছাড়া নিশ্চিন্তে ভ্রমণ করতে চান তাদের জন্য এটা একটা সেরা অপশন হতে পারে। আজকের প্রতিবেদনে এই ট্যুর প্যাকেজ সম্পর্কেই বিস্তারিত জানাবো আপনাদের।
যেমনটা জানা যাচ্ছে এই প্যাকেজে মোট ৬ রাত ৭ দিনের জন্য ভ্রমণ করানো হবে। যেখানে পুরী, ভুবনেশ্বর থেকে চিল্কার জায়গাগুলিতে ঘোরানো হবে। একইসাথে হোটেলে থাকা ও খাওয়ার খরচও ধরা থাকছে।
কবে থেকে শুরু পুরি ভ্রমণযাত্রা?
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই প্যাকেজ সম্পর্কে একটি পোস্ট করা হয়েছে IRCTC এর তরফ থেকে। যেখানে জানানো হচ্ছে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এই প্যাকেজ শুরু হয়। তাই নিজের পছন্দমত যেকোনো দিনই এই প্যাকেজ বুকিং করে নিতে পারবেন।
খরচ ও বুকিং পদ্ধতিঃ
এখন প্রশ্ন হল কত টাকা খরচ পড়বে পুরী ট্যুর প্যাকেজের জন্য? এর উত্তরে জানা যাচ্ছে মাথাপিছু ২০,৯৪০ টাকা খরচ পড়বে সম্পূর্ণ প্যাকেজটির জন্য। যার মধ্যে কামাখ্যা স্টেশন থেকে এসি কোচে যাত্রা ও ফেরার ভাড়াও যুক্ত থাকছে। তবে অনেকেই সময় একসাথে বেশিজনের বুকিং করলে ডিসকাউন্ট পাওয়া যায়। তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে চাইলে বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতেই পারেন।
Experience spiritual peace on a 6N/7D voyage to Shree Jagannath with IRCTC Tourism, where faith meets serenity.
Destinations Covered: Puri, Chilika, Bhubaneswar
Package Price: ₹20,940/- onwards pp*Book your sacred adventure at https://t.co/pT8VRcev4A
(packageCode=EGR009)… pic.twitter.com/p0ememHGqL
— IRCTC (@IRCTCofficial) October 23, 2024
যাঁরা এই পাকেজ বুকিং করতে চান তারা দুভাবে বুকিং করতে পারেন। একটি হল যে পোস্টটি করা হয়েছে তার মধ্যেই দুটি হোয়াটস্যাপ নাম্বার দেওয়া হয়েছে। সেখানে যোগাযোগ করে বুকিং করতে পারেন। কিংবা সরাসরি IRCTC এর ওয়েবসাইটে irctctourism.com এ গিয়েও নিজের পছন্দের প্যাকেজ বেছে নিতে পারেন।