পার্থ মান্নাঃ বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজে বেশ কিছুটা গতি এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন ২০ই ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে। তার আগেই চলছে সমীক্ষার কাজ। এর জেরে বেশ কিছু জায়গা থেকে ক্ষোভের ঘটনাও ঘটেছে, যার জেরে পুনরায় সমীক্ষার নির্দেশ দিয়ে বিশেষ কিছু নিয়ম জারি করা হয়েছে। তবে এরই মাঝে আবারও বড়সড় ঘোষণা এল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে।
রাজ্যের ভূমিহীনদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজও রাজ্যে এমন বহু মানুষ আছেন যাদের নিজেদের কোনো জমিই নেই। তবে তাঁরাও সরকারি আবাস যোজনার আওতায় বাড়ি পাওয়ার সমস্যা যোগ্যতা পূরণ করেন। তাই এবার সেই সমস্ত মানুষদের কথা ভেবে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। জানা যাচ্ছে ভূমিহীনদের জন্য জমির পাট্টা দেওয়ার ব্যবস্থা করা হবে। যেটা শুনে ধন্য ধন্য করছেন রাজ্যের ভূমিহীন অধিবাসীবৃন্দরা।
ডিসেম্বরেই ঢুকবে আবাস যোজনার প্রথম কিস্তি
আগেই বলা হয়েছে যে আবাস যোজনার জন্য সমীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী ১৩ ই ডিসেম্বরের মধ্যে সমীক্ষার কাজ শেষ করে রিপোর্ট দেওয়া হবে ও ২০ ই ডিসেম্বর থেকেই প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে কেন্দ্রের টাকা আসার অপেক্ষা না করে সম্পূর্ণ রাজ্য সরকারের কোষাগার থেকেই টাকা দেওয়া হবে।
১০০ দিনের কাজ নিয়ে বড় আপডেট
১০০ দিনের কাজের ক্ষেত্রেও রাজ্য সরকারের তরফ থেকে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। আগে বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে কেন্দ্র সরকারকে বারবার চিঠি লিখে জানানোর পরেও বকেয়া টাকা দেওয়া হয়নি। তাই এবার রাজ্যের কোষাগার থেকেই ১০০ দিনের কাজের বকেয়া টাকা পরিশোধ করা হবে বলে জানা যাচ্ছে।
ভূমিহীনদের জন্য জমি সহ বাড়ি দেওয়ার ঘোষণা রাজ্যের
আবাস যোজনা প্রকল্পে যোগ্য হওয়া সত্ত্বেও এমন বহু মানুষ আছেন যাদের নিজস্ব কোনো জমিই নেই। তাই এবার সেই সমস্যা মানুষদের উদ্দেশ্য বড় ঘোষণা করেছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি জানাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী যারা আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য অথচ জমিহীন তাদের জন্য নিকটবর্তী স্থানে সরকারের খাস জমি থাকলে পাট্টা দেওয়ার ব্যবস্থা করা হবে’। যদি সেটা হয় তাহলে একদিকে যেমন জমি পাবেন তেমনি সেখানে সরকরি টাকায় বাড়িও তৈরী করতে পারবেন গরিব মানুষেরা।