FMCG Products Price may increase as Manufacturing Companies sees down trend in last quarter sales

শাক-সবজির পর এবার বাড়বে চা-তেল-শ্যাম্পুর জাতীয় পণ্যের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

পার্থ মান্নাঃ যতদিন যাচ্ছে ততই বেড়ে চলেছে জিনিসপত্রের দাম। চাল, ডাল থেকে শুরু করে শাকসবজি তো রয়েইছে নিত্যপ্রয়োজনীয় তেল, শ্যাম্পুজাতীয় দ্রব্যের দামও যেন একটু বাড়লেই মধ্যবিত্তের মাসের বাজেট গোলমাল হয়ে যায়। তার উপর সবেমাত্র শেষ হয়েছে উৎসবের সিজেন। তাই একপ্রকার হাত ফাঁকা হয়ে গিয়েছে অনেকেরই। এমন সময় যেখানে সকলে ভাবছেন কবে জিনিসপত্রের দাম একটু কমবে সেখানে জানা যাচ্ছে উল্টোটা হতে চলেছে।

বাড়তে চলেছে FMCG দ্রব্যের দাম

হ্যাঁ, ঠিকই দেখছেন ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা FMCG দ্রব্যের দাম বেড়ে যেতে চলেছে। অর্থাৎ সকালের শুরুতে যে চা বিস্কুট খান বা স্নানের সময় ব্যবহৃত তেল, শ্যাম্পু থেকে প্রসাধনী দ্রব্যের দাম বাড়তে চলেছে বলে ইঙ্গিত মিলেছে। কিন্তু কবে থেকে? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

লাভ কমছে FMCG কোম্পানিগুলির

সম্প্রতি পাওয়া রিপোর্ট বলছে উৎপাদন খরচ বাড়লেও বিগত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ত্রৈমাসিকে এফএমসিজি দ্রব্যের বিক্রি সেভাবে বাড়েনি। যার ফলে উৎপাদনকারী সংস্থাগুলির লাভের পরিমাণ কমেছে। এদিকে আগামীদিনে পাম তেল, কোকোর মত কাঁচামালের দাবি বৃদ্ধি পেলে আরও খরচ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে নভেম্বর ও ডিসেম্বর মাসে দাম বাড়তে পারে। যার সরাসরি প্রভাব পড়বে মধ্যবিত্তের উপরেই। কারণ এই ধরণের পণ্য সবচেয়ে বেশি মধ্যবিত্ত পরিবারেই ব্যবহৃত হয়।

জানা যাচ্ছে, হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেড থেকে গোদরেজ কনজিউমার, আইটিসি, টাটা কনজিউমার প্রোডাক্স লিমিটেডের বিক্রি অনেকটাই কমেছে। শহরাঞ্চলে যেখানে FMCG পণ্যের ব্যবহার ৬৫ – ৬৮% সেখানে গ্রামে বিক্রি প্রায় ৩২% বিক্রি হয়। অথচ বিগত কয়েকমাসে গ্রামের বিক্রি বাড়লেও শহর এলাকায় বিক্রি কমেছে। তাই লাভের পরিমাণ বাড়াতে দাম বাড়ানোর পথে হাঁটতে পারে কোম্পানিগুলি।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X