IBPS RRB PO Exam Result Date announced see How to Download Score Card

প্রকাশ্যে IBPS RRB PO 2024 এর রেজাল্টের দিনক্ষণ, এভাবে ডাউনলোড করুন স্কোর কার্ড

পার্থ মান্নাঃ ব্যাঙ্কে চাকরির স্বপ্ন থাকে অনেকেরই। একদিকে যেমন মোটা মাইনে পাওয়া যায় তেমনি সরকারি ছুটি সহ একাধিক সুবিধাও মেলে। তাই প্রতিবহকার বহু যুবক যুবতী ব্যাঙ্কের সিলেকশন পরীক্ষা IBPS এ বসেন। এবছর আগস্টে প্রিলিমিনারি ও সেপ্টেম্বর মাসে IBPS RRB PO Scale I, II ও III অফিসারের মেন পরীক্ষা হয়েছিল। এবার তার রেজাল্ট প্রকাশ্যে আসতে চলেছে। কবে দেখা যাবে ফলাফল? জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

IBPS RRB PO Mains 2024 Result

যে সমস্ত প্রার্থীরা এবছর অগাস্ট ও সেপ্টেম্বর মাসে IBPS পরীক্ষায় বসেছিলেন তাদের জন্য সুখবর। শীঘ্রই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে বলে জানা গেল IBPS এর ওরফে থেকে। আগামী ১৫ নভেম্বর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

কিভাবে অনলাইনে দেখবেন IBPS RRB PO 2024 এর রেজাল্ট? (Download IBPS Score Card 2024)

১। আপনি যদি IBPS RRB PO Mains পরীক্ষা দিয়ে থাকেন তাহলে প্রথমেই ১৫ নভেম্বর অফিসিয়াল ওয়েবসাইটে (ibps.in)

২। এরপর হোমপেজ ‘CPR-RRB-XIII’ অপশনে ক্লিক করতে হবে। সেখানেই Group A এর Oficers Scale I, II ও III-তে ক্লিক করতে হবে। তাহলেই লগইন করার পেজ খুলে যাবে।

৩। লগইন পেজে রেজিস্ট্রেশন নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করলেই রেজাল্ট দেখা ও ডাউনলোড করা যাবে।

৪। রেজাল্ট দেখে পরবর্তীকালে প্রয়োজনের জন্য ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে পারেন। কারণ পরবর্তীকে নিয়োগের ক্ষেত্রে IBPS Rank Card ডকুমেন্টস হিসাবে দিতে হবে।

IBPS RRB PO Mains এর ২০২৪ সালের মোট শূন্যপদ

যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের উদ্দেশ্যে সুখবর মিলেছে আগেভাগেই। ইতিমধ্যেই Group A এর Scale I, II ও III এর অফিসার ও Group B এর অফিস অ্যাসিস্টেন্ট পদের জন্য নিয়োগ চালু হয়েছে। জানা যাচ্ছে দেশের প্রান্তীয় ব্যাঙ্কে প্রায় ১০০০০ এর মত শূন্যপদ থাকছে। এই শীঘ্রই সেই পদগুলির জন্য আবেদন করা যাবে।

IBPS RRB PO Scale I Result Link : See Result

IBPS RRB PO Scale II Result Link : See Result

IBPS RRB PO Scale III Result Link : See Result

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X