এবার সৌরভ গাঙ্গুলীর জন্মদিনে তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তখনই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন দাদাকে। তবে মমতার সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন সৌরভ গাঙ্গুলি।
রাজ্য সভার সাংসদ হওয়ার প্রস্তাব দিলে দাদা জানিয়ে দেন এই মুহূর্তে তিনি কোনোভাবেই রাজনীতিতে আসতে চাইছেন না। বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন দাদা, সেই দায়িত্বই ভালোভাবে পালন করতে চান। বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে দাদার এতটাই চাপ যে তিনি বাড়তি আর কিছুর দায়িত্ব নিতে চাইছেন না। সেই কারণেই তিনি মমতার রাজ্যসভার সংসদ হওয়ায় প্রস্তাব নাকচ করে দেন।
তবে এমন দাবি মানতে নারাজ তৃণমূল শিবির। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে মমতা দিদি বরাবরই স্নেহ করেন সৌরভ গাঙ্গুলীকে। আর সেই কারণে ওনার জন্মদিনে বাড়ি গিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এটা সম্পূর্ণ একটি সামাজিক সাক্ষাৎ ছিল। এতে মানুষকে ভুল বোঝানোর জন্য রাজনৈতিক রং লাগানো হচ্ছে।