হাসপাতালে জায়গার অভাব। তাই করোনা রুগীকে ‘জোর’ করে পাঠানো হচ্ছে বাড়িতে! সেখানে আইসোলশনে থাকতে বলা হচ্ছে তাদের। সর্বভারতীয় এক সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী ‘আইসোলেশন বন্ডে’ সই করানো হচ্ছে রুগীকে। এরপরেই তাদের করা হচ্ছে গৃহবন্দী। জায়গার অভাব থাকায় এবং পর্যাপ্ত বেড না থাকায় এই সমস্যা বলে মনে করা হচ্ছে। রাজ্যে মোট যা সক্রিয় করোনা রুগীর সংখ্যা রয়েছে, তার তুলনায় সরকারি, বেসরকারি মিলিয়েও হচ্ছে না সেই সংখ্যক বেড।