“ইচ্ছা করে বলা হচ্ছে ওষুধ নেই, বেড নেই, গুজব ছড়াবেন না”: মমতা ব্যানার্জি

 

বাংলা হান্ট ডেস্কঃ যতই দিন যাচ্ছে পশ্চিমবঙ্গে ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘আম্ফান নিয়ে গুজব ছড়াচ্ছে কিছু মানুষ। 99% মানুষ আম্ফানের ক্ষতিপূরণ পেয়ে গিয়েছে। কিছু জায়গায় তাড়াতাড়ি করতে গিয়ে ভুল হয়েছে, কিছু রাজনৈতিক দল এই নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। একটি মানুষ ওষুধ না পেলে এরা সকলকে আতঙ্কিত করছে। ইচ্ছা করে বলা হচ্ছে ওষুধ নেই বেড নেই, ইত্যাদি। সকলকে অনুরোধ করছি এই গুজব ছড়াবেন না।’

Papiya Paul

X