Koushik Dutta

‘আজকালকার চিকিৎসকরা কেবল অর্থ বোঝেন, তাঁরা গরিবের সেবা করতে চান না’

করোনা অতিমারীর আবহে গ্রামের গরিব রোগীরা সেভাবে চিকিৎসা পাচ্ছেন না বলে বারবার অভিযোগ উঠছে। সেখানে রোজ সাইকেলে ১০ কিমি পথ অতিক্রম করে সেই গরীব মানুষদের নিঃস্বার্থ সেবা করে যাচ্ছেন ৮৭-র হোমিওপ্যাথি চিকিৎসক অশীতিপর রামচন্দ্র দানেকর অকুতোভয়ে। মহারাষ্ট্রর এই বৃদ্ধ চিকিৎসক জানিয়েছেন, ‘আজকালকার চিকিৎসকরা কেবল অর্থ বোঝেন, তাঁরা গরিবের সেবা করতে চান না।’