Arijit

অশান্ত কাবুল ছেড়ে পালিয়েছে মা-বাবা, বিমানবন্দরে কেঁদে চলেছে শিশু! ভাইরাল মর্মান্তিক দৃশ্য

একটু একটু করে আফগানিস্তান দখল করতে করতে এই মুহূর্তে আফগানিস্তানের রাজধানী কাবুল সম্পূর্ণভাবে তালিবানদের দখলে চলে গিয়েছে। কাবুলের দখল তালিবানদের হাতে যাওয়ার পর থেকে একের পর এক ভয়ঙ্কর দৃশ্য উঠে আসছে কাবুল থেকে। প্রাণে বাঁচতে বিমানে ওঠার জন্য হুড়োহুড়ি করছে আফগানিরা, এছাড়াও উড়ন্ত বিমান থেকে ছিটকে পড়ে যাওয়ার ভিডিও সামনে এসেছে। আর এই সমস্ত মর্মান্তিক ছবি, ভিডিও দেখে হতবাক সারা বিশ্ববাসী। তবে এবার সেই সমস্ত কিছুকে ছাপিয়ে গেল আরও একটি মর্মান্তিক দৃশ্য।

   

কাবুল বিমানবন্দরের এক কোন থেকে একনাগাড়ে ভেসে আসছিল একটা কান্নার আওয়াজ। কান্না শুনে সেখানে যাওয়ার পর এক শিশুকে পড়ে থাকতে দেখেন বিমানকর্মীরা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা হয়। শিশুটিকে উদ্ধার করলেও খোঁজ পাওয়া যায়নি তার বাবা-মায়ের।

বিমানকর্মীরা মনে করছেন, “অন্যান্যদের মত দেশ ছেড়ে পালানোর জন্যই বিমানবন্দরে এই শিশুটিকে নিয়ে এসেছিলেন তার মা-বাবা। কিন্তু ভিড়ের মাঝে তাড়াহুড়োয় মা-বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান শিশুটি। আর তারপরই এই করুন অবস্থা।”