Koushik Dutta

করোনায় এই প্রথম প্রাণ গেল সারমেয়র, চিন্তা বাঘ-সিংহ নিয়ে

মানুষ ছাড়াও করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে পশুদের মধ্যে, এমনটা আগেই জানা গিয়েছিল। এবার এই মারণ ভাইরাসের কারণে প্রাণ হারাল কোনও সারমেয়। ৭ বছর বয়সী একটি জার্মান শেপার্ড প্রাণ হারিয়েছে করোনায় আক্রান্ত হয়ে। ‘বাড্ডি’ নামের এই পোষ্যটির এপ্রিলের মাঝামাঝি থেকে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল বলে জানা গিয়েছে। পরীক্ষার পর তার দেহে মিলেছিল করোনা সংক্রমণের হদিশ। এরপর এই মৃত্যুর খবর। কুকুরের মৃত্যুর পর স্বভাবতই চিন্তায় এবার বাঘ, সিংহের মতো অন্যান্য পশুদের নিয়েও।