Papiya Paul

বদলাচ্ছে জীবন, প্রথমবার জঙ্গল ছেড়ে শার্ট প্যান্ট পড়ে স্কুলে যাচ্ছে বাস্তবের ‘মোগলি’ এলি!

রুপোলি পর্দার মোগলির দেখা মিলেছে বাস্তবে। জাকার্তাতে ২১ বছর বয়সী এলি ঠিক যেন মোগলির বাস্তব রূপ। তার আকৃতি মানুষের মতো হলেও জীবনের সবকিছুই ছিল প্রাণীদের মতো। জঙ্গলে সে বাস করতে ভালোবাসত। এমনকি জঙ্গলের ফল-মূল খেয়ে তার সারাদিন কাটতো। এলির বাবা-মা তাকে বারবার ডাকলেও বাড়ি আসতে চাইতো না এলি।

   

এমনকি মা বাবা ছাড়া অন্য কাউকে দেখলেই ভয়ে জঙ্গলে পালিয়ে যেত। এর ফলে খুব কষ্ট পেতেন এলির মা। তিনি ভালো কিছু রান্না করলে কখনোই ছেলের মুখে তুলে দিতে পারতেন না। মা আর বাবা ছাড়া কাউকেই পছন্দ করতো না এলি। এলির মা জানিয়েছিলেন, তাদের একমাত্র জীবিত সন্তান হল এই এলি। এর আগের ৫ সন্তান জন্মের সময় মারা যায়। তাই এই এলিকে খুব ভালবাসেন তারা।

কিন্তু ছোট থেকেই তাদের ছেলে একটি বিরল রোগে আক্রান্ত। অন্য বাচ্চাদের মত নয় তার জীবন। তবে দীর্ঘ এত বছর পর এলির জীবনধারার বদল ঘটেছে। সম্প্রতি স্কুলে ভর্তি হয়েছেন এলি। স্কুলের জামা প্যান্ট পড়ে পিঠে ব্যাগ নিয়ে অন্যান্য বাচ্চাদের সাথে স্কুলে যেতে দেখা গিয়েছে এলিকে। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। সন্তানকে এভাবে দেখতে পেয়ে খুব খুশি হয়েছেন তার বাবা-মা।

এভাবেই স্বাভাবিক জীবনে নিজেদের ছেলেকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন তারা। এলি স্বাভাবিক জীবনে ফিরে আসা এবং চিকিৎসা ও উন্নত জীবনের জন্য সাহায্য সংগ্রহ করেছে স্থানীয় এলাকার মানুষেরা।