Howrah-NJP Special Train

Howrah-NJP Special Train: এবার উত্তরবঙ্গ সফর আরো মজাদার, নতুন স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলের, রইল টাইমটেবিল

নিউজশর্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গে এখন প্রত্যেক দিনের তাপমাত্রা নতুন নতুন রেকর্ড গড়ছে। ইতিমধ্যেই তাপমাত্রা ৪৫ ডিগ্রিরআশেপাশে ঘোরাফেরা করছে। আর এই অবস্থায় রাজ্যের বিভিন্ন স্কুল থেকে কলেজ সমস্ত কিছুই বন্ধ রাখা হয়েছে। গরমের ছুটি এবার অনেক আগেই পড়ে গিয়েছে।

আর এই সময়ে ঘুরতে যেতে পছন্দ করেন পর্যটকরা। বিশেষ করে পাহাড়ি এলাকা তুলনামূলক অনেকটা ঠান্ডা থাকায় সেখানে ঘুরতে যাওয়ার জন্য উৎসুক থাকে বাঙালি। আর এই সময়ে ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। তাই অনেকেই দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকলেও ট্রেনের টিকিট না পাওয়ার জন্য সেই ইচ্ছে পূরণ হয় না।

তবে এবার পর্যটকদের সুবিধার জন্য রেলের তরফ থেকে যাত্রী চাহিদার কথা মাথায় রেখে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ায় একজোড়া স্পেশাল ট্রেনের(Special Train) ঘোষণা করেছে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আগামী ২৬ শে জুন পর্যন্ত পরিষেবা দেবে এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া স্পেশাল ট্রেনটি ২৭ শে জুন পর্যন্ত পরিসেবা দেবে। চলুন তাহলে এই দুটি স্পেশাল ট্রেনের টাইম টেবিল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Darjeeling

আরও পড়ুন: Home Loan EMI: ২০ লাখ টাকার Home Loan লাগবে! মাসে মাসে কত EMI পড়বে? হিসেব দেখুন

০৩০২৭ এই স্পেশাল ট্রেনটি প্রত্যেক সপ্তাহের বুধবার রাত ১১:৫৫ মিনিটে হাওড়া রেল স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে এবং বৃহস্পতিবার সকাল ১০:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে। আর অন্যদিকে ০৩০২৮ এই স্পেশাল ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার দুপুর ১২:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে। আর হাওড়া স্টেশনে এসে পৌঁছাবে শুক্রবার ১২:১০ মিনিটে।

Darjeeling

এই যাতায়াতের সময় ট্রেনগুলো মোট ৯ টি স্টেশনে স্টপেজ দেবে। এই স্টেশনগুলো হল ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদাহ টাউন, বারসই, কিশানগঞ্জ, আলুয়াবাড়ি রোড। তবে যেহেতু স্পেশাল ট্রেন তাই অন্য ট্রেনের তুলনায় ভাড়া সামান্য বেশি হবে বলে জানা গিয়েছে।

Papiya Paul

X