Koushik Dutta

মহাকাশ গবেষণায় নতুন পথ দেখাচ্ছে ভারত, প্রথম বেসরকারি সংস্থার হাত ধরে হল সফল উৎক্ষেপণ

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারবে ভারতীয় বেসরকারি সংস্থাও। কিছুকাল আগে দেশে এই সুবিধা চালু করেছিল কেন্দ্র। সেই পথ ধরেই প্রথমবারের জন্য সফল উৎক্ষেপণ করল কোনও বেসরকারি সংস্থা। উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করল হায়দরাবাদের কোম্পানি Skyroot Aerospace. ইঞ্জিনটির নাম রাখা হয়েছে, ‘রমন’।