Papiya Paul

সমুদ্রে পাওয়া গেল এক অদ্ভুত মাছ, সুড়সুড়ি দিলেই হাসছে খিলখিলিয়ে, রইল ভিডিও

পৃথিবীতে বহু ধরনের প্রাণী রয়েছে যেগুলোর মধ্যে বেশকিছু সম্পর্কে আমরা যেমন জানি ঠিক তেমনি অনেক প্রাণী আমাদের বিস্মিত করে দেয়। এরকম ধরনেরও যে কোনো প্রাণী হতে পারে তা সত্যিই বিশ্বাস করতে সময় লাগে মানুষের। আজ আপনাদেরকে এমনই এক অদ্ভুত রকমের মাছের সম্পর্কে জানাবো।

   

জানা গেছে ম্যাসাচুসেট্স শহরের ২৯ বছর বয়সী এক জেলে জেফরি এই মাছটি খুঁজে পেয়েছেন। তারা যখন নদীতে মাছ ধরছিলেন হঠাৎ করে এক অদ্ভুত রকমের মাছ তারা দেখতে পান। আর তারপরে জালে ধরা পড়ে এই মাছ। সোশ্যাল মিডিয়ায় এই মাছের ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ওই মাছকে সুড়সুড়ি দিলে তার সুড়সুড়ি লাগছে, আর এইজন্যে ওই মাছ হাসছে।

হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে। ওই জেলে জানিয়েছেন এই মাছের নাম নাকি স্কেট। যাকে সুড়সুড়ি দিলে মানুষের মতো হাসে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে। প্রত্যেকেই এমন অবিশ্বাস্য মাছ দেখে রীতিমত অবাক হয়েছেন। নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন কমেন্টের মাধ্যমে।

আপনিও দেখে নিন সেই ভিডিও-