Papiya Paul

ধর্ষণ আটকাতে উত্তরপ্রদেশের তরুণী তৈরি করল এক অসাধারণ অন্তর্বাস

ভারতবর্ষের মতো দেশে প্রতিনিয়ত সংবাদের শিরোনামে থাকে ধর্ষণের খবর। শুধুমাত্র শহর থেকে নয়, গ্রামগঞ্জ থেকেও আগে একই রকম খবর। এই মুহূর্তে দোষীদের শাস্তি দেবার থেকেও বেশি প্রয়োজন যাতে এই ঘটনা না ঘটে তেমন কিছু ব্যবস্থা করার। প্রতিদিন হিসেব করলে প্রায় কয়েক শত নারী প্রতিদিন ধর্ষিত হন, যার বেশির ভাগ খবর আমরা জানতে পারি না। কিন্তু এইভাবে আর কতদিন? কতদিন নারীরা কিভাবে চুপ করে থাকবে? তাই এবার ধর্ষণ আটকানোর জন্য যুগান্তকারী আবিষ্কার করে ফেললেন উত্তর প্রদেশের এক যুবতী।

   

ফারুকবাদ জেলার বিএসসি শিক্ষার্থী সিনু কুমারী বানিয়ে ফেলুন এক অসাধারণ অন্তর্বাস। এই অন্তর্বাসকে বলা যায় ধর্ষণরোধক অন্তর্বাস। এই তরুণী যে রাজ্যে বাস করে সেই রাজ্যের নাম উত্তরপ্রদেশ এবং উত্তর প্রদেশ থেকে প্রায় প্রত্যেকদিন কোন না কোন মেয়ে নির্যাতনের খবর আমরা শুনতে পাই। এহেন একটি ৭ বছরের শিশু ধর্ষণ এবং খুনের ঘটনা সামনে আসায় রীতিমতো ভেঙে পড়েন ওই তরুণী। তারপর থেকেই মনস্থির করে নেন, এমন কিছু তিনি তৈরি করবেন, যাতে ধর্ষককে শনাক্ত করা যায়।

এই বিশেষ অন্তর্বাসে রয়েছে একটি ক্যামেরা এবং জিপিএস। এই ক্যামেরার সাহায্যে ধর্ষকদের ছবি ধরা পড়বে এবং জিপিএসের মাধ্যমে পরিবারের মানুষ জানতে পারবে নির্যাতিতা কোথায় আছে। শুধু তাই নয়, এর মধ্যে রয়েছে একটি কলিং বোতাম, যার সাহায্যে যেকোনো সময় পুলিশকে ডেকে আনা যাবে। এছাড়াও এই অন্তর্বাসে রয়েছে একটি চমৎকার লক সিস্টেম। নির্দিষ্ট পাসওয়ার্ড ছাড়া কোনভাবেই খোলা যাবে না এই অন্তর্বাস।

সিনু কুমারের বানানো এই আবিষ্কারের ফলে উত্তরপ্রদেশে হইচই পড়ে যায়। এলাহাবাদ নেশনাল ইনোভেশন ফাউন্ডেশন থেকে পুরস্কৃত করা হয় এই তরুণীকে। বর্তমান সমাজে এই আবিষ্কারে সত্যি প্রশংসার যোগ্যতা রাখে।