Bengali Serial

Moumita

ফের বন্ধের মুখে এই জনপ্রিয় সিরিয়াল, হয়ে গেল অন্তিম দিনের শুটিং, আবেগঘন পোস্ট পর্দার ‘শ্রেয়সী’র

বিনোদনপ্রেমী বাঙালির সবচেয়ে পছন্দের জিনিস হল ধারাবাহিক (Bengali Serial)। কাজ শেষে অবসর সময়ে টিভির সামনে বসে আনন্দ খুঁজে নেয় তারা। বিশেষ করে বাড়ির মা কাকিমারা তো সিরিয়াল ছাড়া থাকতেই পারেন না। নিত্যদিন দেখতে দেখতে চরিত্রগুলোকেই আপন করে নেয় তারা। পর্দার ওপারের গল্পটাও খানিকটা এরকমই।

   

ধারাবাহিকে অভিনয় করতে করতে, দীর্ঘদিন একটি চরিত্রের সঙ্গে যুক্ত থাকতে থাকতে, তার গল্প বলতে গিয়ে সেই চরিত্রগুলো, সহকর্মীদের সঙ্গে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে, তৈরি হয় সুসম্পর্ক। তাই ধারাবাহিক শেষ হওয়ার সময় যে একরাশ কষ্ট তাদের ঘিরে ধরবেই , এ তো জানা কথা। একইরকম ভাবে সময়ের নিয়মে শেষ হল আকাশ আট চ্যানেলের সিরিয়াল ‘শ্রেয়সী’।

গতকাল অর্থাৎ ৩০ শেষ হয়েছে এই ধারাবাহিকের শুটিং। সফরের শেষ দিনটি কেক কেটে পালন করলেন গোটা টিম। প্রসঙ্গত উল্লেখ্য, সুশান্ত বসু পরিচালিত এই ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা যেত অর্কজা আচার্য্যকে। নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন সায়ন কর্মকার। সোম থেকে শনি রাত ৯.৩০ টার স্লটে দেখানো হত সিরিয়ালটি।

টলিউড,বিনোদন,বাংলা ধারাবাহিক,টেলিভিশন,শ্রেয়সী,অর্কজা আচার্য,আকাশ আট,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Television,Shreyasi,Arkaja Acharjya,Aakash Aatতবে যার শুরু আছে তার শেষ তো আছেই। তাই সেই ধারাবাহিকতা বজায় রেখে এই সিরিয়ালটিও এবার শেষের পথে। এদিন শ্যুটিং শেষের পর মন খারাপি রেশ দেখা যায় শ্রেয়সী ওরফে অর্কজার পোস্টে। বেশ মন ভার করা কয়েকটা শব্দ লিখেছেন সামাজিক মাধ্যমে। পোস্টের কমেন্ট বক্সে অনুরাগীদেরও মন ভার।

 

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘গল্প ফুরিয়ে যায়, চরিত্রগুলো শুধু মনের আনাচে কানাচে থেকে যায়। আমরা মনের দরজা খুলে উঁকি দিলেই তাদের আবার হয়ত দেখতে পাব। শ্রেয়সী, টিনটিন, ক্যাপ্টেন হ্যাডক, কমল, সুধা, রণিত, বিদিশা, সব্বাইকে। ভালো থেকো “শ্রেয়সী”, মনে থেকো।’

প্রসঙ্গত, ২০২২ সালের ১৮ জুলাই এই ধারাবাহিকটি শুরু হয়েছিল। মাত্র ৮ মাসেই শেষ হল ধারাবাহিকের পথচলা। অর্কজার পাশাপাশি এই সিরিয়ালে অভিনয় করছিলেন, বর্নি চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, সৌমি ঘোষ, রণিত মোদক, মল্লিকা সিংহ রায়, প্রমুখকে। গল্পের মূখ্য চরিত্র ছিল শ্রেয়সী, অতিন এবং কাজরী। যেখানে কাজরী ওরফে সৌমি হল খলনায়িকা।