Arijit

ডেভিড ওয়ার্নারের আইপিএল ভবিষ্যত নিয়ে অশনি সংকেত দিলেন আকাশ চোপড়া

আইপিএল খেলা বিদেশী ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা ক্রিকেটার নিঃসন্দেহে ডেভিড ওয়ার্নার। দীর্ঘদিন ধরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল খেলছেন ওয়ার্নার এবং আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সও করেছেন তিনি। পাশাপাশি অধিনায়ক হিসেবে হায়দ্রাবাদকে খেতাবও জিতিয়েছেন ওয়ার্নার। স্বাভাবিক ভাবেই বলা যায় আইপিএল খেলা বিদেশিদের মধ্যে ওয়ার্নার সেরার সেরা।

   

তবে হায়দ্রাবাদের হয়ে এতদিন দুর্দান্ত খেললেও গত মরশুমে হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্টের সঙ্গে মন কষাকষি শুরু হয় ডেভিড ওয়ার্নারের। যার ফলে প্রথমে অধিনায়কত্ব হারায় এবং পরে দল থেকেই বাদ পড়ে যান তিনি। হায়দ্রাবাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে এবারের নিলামে নিজের নাম তুলেছেন ওয়ার্নার। নিঃসন্দেহে এবারের নিলামে অন্যতম বড় নাম হচ্ছে ওয়ার্নার।

আর এবার ওয়ার্নারকে নিয়ে বিস্ফোরক মতামত প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, ” ডেভিড ওয়ার্নার নিঃসন্দেহে একজন বড় ক্রিকেটার। এবার নিলামে অনেক দলই ওকে নিতে চাইবে। চড়া দামও উঠবে ওয়ার্নারের। তবে কোন দলই ওয়ার্নারকে অধিনায়ক করতে চাইবে না।”