বিনোদন,বলিউড,আমির খান,ফ্লপ সিনেমা,Entertainmemt,Bollywood,Aamir Khan,Flop Films

Papiya Paul

শুধু ‘লাল সিং চাড্ডা’ নয়, কেরিয়ারের শুরুতে ১০ টি ফ্লপ ছবি দর্শকদের উপহার দেন আমির খান!

বলিউড(Bollywood) ফিল্ম ইন্ডাস্ট্রিতে  মিস্টার পারফেক্টশনিস্ট নামে পরিচিত আমির খান(Aamir Khan)। জনপ্রিয় অভিনেতার তালিকায় সবাইকে পেছনে ফেলে বরাবর সামনে থেকেছেন তিনি।  ১৯৮৮ সালে ফিল্ম ‘কায়ামাত সে কায়ামাত ‘ দিয়েই বলিউডে  নিজের পা রেখেছিলেন তরুণ আমির খান। তবে ছোটবেলায় ধর্মেন্দ্র অভিনীত ফিল্ম ‘ইয়াদো কি বরাত’ ফিল্মের চাইল্ড আর্টিস্ট হিসেবে প্রথম বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলেন আমির। আমির খান ১৯৮৮ সাল থেকে এখনো পর্যন্ত বলিউডে সমান তালে রাজত্ব করে যাচ্ছেন।

   

দীর্ঘ চার দশকের বিরতির পর তাঁকে আবারও দেখা যাচ্ছে তাঁর নতুন সিনেমা  ‘লাল সিং চাড্ডা’-তে। সিনেমাটির বিষয়বস্তু নিয়ে বেশ বিপাকেই রয়েছেন অভিনেতা। একের পর এক বিতর্ক লেগেই রয়েছে তাঁকে নিয়ে। উঠেছে বয়কটের ডাক!  মিস্টার পারফেকশনিস্ট বোধ হয় এবার আর ব্লকবাস্টারের মুখ দেখা হবে না। আমিরের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাটি নিয়ে দেখা দিচ্ছে আশঙ্কার মেঘ। জানান দিচ্ছে “লাল সিং চাড্ডা” বক্স অফিস রেকর্ড। প্রসঙ্গত, এই প্রথম নয় আমিরের বহু ফিল্ম এর আগেও বক্স অফিসে লাভের মুখ দেখতে পায়নি।  যেগুলি খুব বাজে ভাবে বক্স অফিসে ফ্লপ প্রমাণিত হয়েছিল।  আজ এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব আমিরের ফ্লপ ফিল্মের  তালিকা……

১) ধোবি ঘাট: এই ফিল্মের পরিচালনা করেছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এই ফিল্মে আমির খান ছাড়া প্রতীক বাব্বার, কৃতি মালহোত্রা ও মনিকা ডোগরা ছিলেন। ফিল্মটি মাত্র ১৩.৭৭ কোটি টাকা আয় করেছিল ও বক্স অফিসে ফ্লপ ফিল্ম হিসেবে প্রমাণিত হয়েছিল। আমিরের সব থেকে ব্যার্থ সিনেমা তালিকায় আজও নাম ওঠে ধোবি ঘাট।

বিনোদন,বলিউড,আমির খান,ফ্লপ সিনেমা,Entertainmemt,Bollywood,Aamir Khan,Flop Films

২) মেলা: ২০০০ সালে মুক্তি পাওয়া এই ফিল্মটি পরিচালনা করেছিল ধর্মেশ যাদব। এই ফিল্মে আমির খান ছাড়াও কাজ করেছিলেন  আমিরের ভাই ফ্যাজাল খান ও অভিনেত্রী টুইঙ্কেল খান্না। ফিল্মটি সেই বছরের সবচেয়ে বড় ফ্লপ ফিল্ম প্রমাণিত হয়েছিল। যার বক্স অফিস কালেকশন ছিল মাত্র ১৫ কোটি টাকা।

বিনোদন,বলিউড,আমির খান,ফ্লপ সিনেমা,Entertainmemt,Bollywood,Aamir Khan,Flop Films

৩) 1947 Earth: ১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই ফিল্মটিতে আমির ছাড়া নন্দিতা দাস, রাহুল খান্না, কিট্টু গিদওয়ানি এবং গুলশান গ্রোভার ছিলেন। এই ফিল্মটি বক্স অফিসে ফ্লপ প্রমাণিত হয়েছিল ও এর মোট অয় ছিল ৩.৫ কোটি টাকা।

বিনোদন,বলিউড,আমির খান,ফ্লপ সিনেমা,Entertainmemt,Bollywood,Aamir Khan,Flop Films

৪) আতঙ্ক হি আতঙ্ক: ১৯৫৫ সালে মুক্তি প্রাপ্ত দিলীপ শংকর পরিচালিত এই ফিল্মে আমিরের সাথে ছিলেন জুহি চাওলা, রজনীকান্ত ও ওম পুরীর মতো অভিনেতারা। ফিল্মটির বক্স অফিস আয় মাত্র ২.৫০ কোটি টাকা।

বিনোদন,বলিউড,আমির খান,ফ্লপ সিনেমা,Entertainmemt,Bollywood,Aamir Khan,Flop Films

৫) বাজি : ১৯৫৫ সালে মুক্তি প্রাপ্ত আশুতোষ গোয়ারিকারের পরিচালিত এই ফিল্মে আমির খানের সাথে ছিলেন  মমতা কুলকার্নি, পরেশ রাওয়াল ও মুকেশের মত অভিনেতারা। ফিল্মটি মাত্র ৫.২ কোটি টাকা আয় করতে পেরেছিল ও বক্স অফিসে সুপার ফ্লপ প্রমানিত হয়েছিল।

বিনোদন,বলিউড,আমির খান,ফ্লপ সিনেমা,Entertainmemt,Bollywood,Aamir Khan,Flop Films

৬) পরম্পরা: ১৯৯৩ সালে মুক্তি প্রাপ্ত যশ চোপড়া পরিচালিত ও আমির খানের সাথে সুনীল দত্ত ও বিনোদ খান্নার মতো মহান অভিনেতারা কাজ করছিলেন সিনেমাটিতে। তবুও কিছুই করতে পারেনি। আশা পূরণে ব্যর্থ সিনেমাটি। সিনেমার আয়  মাত্র ১.৫০ কোটি টাকা।

বিনোদন,বলিউড,আমির খান,ফ্লপ সিনেমা,Entertainmemt,Bollywood,Aamir Khan,Flop Films

৭) দৌলাত কি জঙ: এস.এ কেডারের পরিচালিত ১৯৯২ সালে মুক্তি প্রাপ্ত এই ফিল্মটিতে আমির খানের সাথে কাদের খান, জুহি চাওলা,কিরণ কুমার, পরেশ রাওয়াল ও দিলীপ তাহিলের মতো অভিনেতারা কাজ করেছিল। আমিরের মত অভিনেতা থাকা স্বত্বেও সিনেমাটি দর্শকদের মন জয়ে সম্পূর্ন ব্যর্থ হয়েছিল।

৮) আফসানা প্যায়ার কে: ১৯৯১ সালে মুক্তি প্রাপ্ত শাহজাহানের পরিচালিত এই ফিল্মে আমির ও কোঠারিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। এই ফিল্মটি বক্স অফিসে মাত্র ২.১ কোটি টাকা আয় করেছিল ।

বিনোদন,বলিউড,আমির খান,ফ্লপ সিনেমা,Entertainmemt,Bollywood,Aamir Khan,Flop Films

৯) জাওয়ানি জিন্দাবাদ: ১৯৯০ সালে অরুন ভাট পরিচালিত আমির ও ফারাহ নাজ অভিনীত এই ফিল্মটি বক্স অফিসে ফ্লপ প্রমাণিত হয়েছিল এবং ফিল্মের মোট আয় ছিল ১.৩ কোটি টাকা।

বিনোদন,বলিউড,আমির খান,ফ্লপ সিনেমা,Entertainmemt,Bollywood,Aamir Khan,Flop Films

১০) লাভ লাভ লাভ: ১৯৯৮ সালে  আমির ও জুহি চাওলার এই ফিল্মটি ফ্লপ প্রমাণিত হয়েছিল। সিনেমাটিকে নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন পরিচালক। এই ফিল্মের মোট আয় হয়েছিল ২.৮ কোটি টাকা।