বলিউড,বিনোদন,গসিপ,বিজয় দেবরাকোন্ডা,সলমন খান,শাহরুখ খান,Bollywood,Entertainment,Gossip,Vijay Devrakonda,Salman Khan,Shahrukh Khan

Moumita

বিগ বাজেটের সিনেমা সুপার ফ্লপ! ছবি ব্যর্থ হওয়ায় পারিশ্রমিক ফিরিয়ে দেন বলিউড থেকে দক্ষিণের এই ৫ তারকা

একটি বিগ বাজেটের ছবি তৈরি করতে অনেক রক্ত, ঘাম এবং অর্থ ব্যয় করতে হয়। একটি ছবি নিয়ে বহু আশা থাকে নির্মাতাদের। কিন্তু ছবিটি যখন দর্শক টানতে ব্যর্থ হয় তখন প্রযোজক, পরিচালকদের যে আর্থিক ক্ষতি হয় তা বলার মতো নয়। এমতাবস্থায় চলচ্চিত্রের অনেক তারকাই এই ক্ষতির দায় নিতে এগিয়ে এসেছেন এবং ক্ষতিপূরণ হিসাবে তাদের পারিশ্রমিক ফেরত দিয়েছেন। চলুন দেখে নিই কারা কারা রয়েছেন এই তালিকায়।

   

১. বিজয় দেবেরকোন্ডা : বিজয় দেবরাকোন্ডার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাইগার’ চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। সূত্রের খবর, ক্ষতিপূরণ বাবদ ৬ কোটি টাকা দিয়েছেন বিজয়।

বলিউড,বিনোদন,গসিপ,বিজয় দেবরাকোন্ডা,সলমন খান,শাহরুখ খান,Bollywood,Entertainment,Gossip,Vijay Devrakonda,Salman Khan,Shahrukh Khan

২. শাহরুখ খান : বলিউড বাদশা বেশ কয়েকবার এই কাজ করেছেন। রিপোর্ট অনুসারে অভিনেতা ‘অশোকা’ এবং ‘পহেলি’ ছবি ফ্লপ হওয়ার পর খরচের ৫০ শতাংশ ফেরত দিয়েছিলেন তিনি। এছাড়া, ‘জব হ্যারি মেট সেজল’ ছবির ক্ষেত্রেও ৩০ শতাংশ টাকা ফেরত দিয়েছিলেন নির্মাতাদের।

বলিউড,বিনোদন,গসিপ,বিজয় দেবরাকোন্ডা,সলমন খান,শাহরুখ খান,Bollywood,Entertainment,Gossip,Vijay Devrakonda,Salman Khan,Shahrukh Khan

৩. আমির খান : আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছিল এই বছরের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলির মধ্যে একটি। কিন্তু বয়কটের মুখে পড়ে ডিজাস্টারের খাতায় নাম লিখিয়েছে ছবিটি। শোনা যাচ্ছে, আমির খান নাকি বেশ কিছু টাকা ফেরত দিয়েছেন নির্মাতাদের। যদিও এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রযোজকরা।

বলিউড,বিনোদন,গসিপ,বিজয় দেবরাকোন্ডা,সলমন খান,শাহরুখ খান,Bollywood,Entertainment,Gossip,Vijay Devrakonda,Salman Khan,Shahrukh Khan

৪. সলমন খান : সলমনের সিনেমা মানেই আলাদা উন্মাদনা। তার ছবি ফ্লপ হয়েছে এমন উদাহরণ খুব কমই আছে। তবে কবির খান পরিচালিত ‘টিউবলাইট’ ছবিটি দর্শকদের মুগ্ধ করতে ব্যর্থ হয়েছিলো। সূত্রের খবর, সেই সময় নির্মাতাদের ৩২ কোটি টাকা ফেরত দিয়েছিলেন সলমন।

বলিউড,বিনোদন,গসিপ,বিজয় দেবরাকোন্ডা,সলমন খান,শাহরুখ খান,Bollywood,Entertainment,Gossip,Vijay Devrakonda,Salman Khan,Shahrukh Khan

৫. রজনীকান্ত : রজনীকান্ত আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জীবন্ত কিংবদন্তিদের একজন। প্রেক্ষাগৃহের বাইরে সারিবদ্ধ ভক্তদের জন্য তার নামই যথেষ্ট। কিন্তু ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘বাবা’ দর্শকদের মুগ্ধ করতে ব্যর্থ হয়। ‘লিঙ্গা’ ছবির সময় ১০ কোটি টাকা ফেরত দিয়েছিলেন তিনি।