Arijit

পাকিস্তানের সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই ভারতের, হাস্যকর দাবি আব্দুল রাজ্জাকের

ভারত এবং পাকিস্তান ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত পাকিস্তান ম্যাচ মানেই এক আলাদা উন্মাদনা। এই ম্যাচ ঘিরে এক অন্য মাত্রায় উত্তেজনা দেখা দেয়। তবে দীর্ঘদিন হয়ে গেল এই দুই দেশ কোন দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি। তবে ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর আগামী 24 শে অক্টোবর বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে দুই চিরশত্রু ভারত এবং পাকিস্তান।

   

দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ সেই কারণেই দুই দল দ্বিপাক্ষিক সিরিজে একে অপরের মুখোমুখি হয় না, এটা সকলেরই জানা। তবে ভারত পাকিস্তান সিরিজ না হওয়া নিয়ে এবার এক হাস্যকর যুক্তি দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল রাজ্জাক।

এক সাক্ষাৎকারে আব্দুল রাজ্জাক বলেন, “ভারত পাকিস্তান কে ভয় পায়। পাকিস্তানের সঙ্গে কোন ভাবেই পেরে উঠবে না ভারত। আর সেই কারণেই ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চাই না। তার মতে পাকিস্তানে যে পরিমাণ প্রতিভা আছে তার বিন্দুমাত্র ভারতের নেই। তাই ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে।”