AC Tips: একসঙ্গে AC ও ফ্যান চালান এইভাবে, বিদ্যুতের খরচ বাঁচবে, ঘর ও থাকবে ‘ঠান্ডা ঠান্ডা কুল কুল’

নিউজশর্ট ডেস্কঃ ক্রমাগত গরমের তাপমাত্রা বেড়ে চলেছে। আর এই সময় গরম থেকে বাঁচার জন্য সকলেই এসির ঘরে থাকতে পছন্দ করে। আর যাদের এসি কেনার সামর্থ্য নেই তাদের কাছে ফ্যানই ভরসা। অনেকে আবার এসি এবং ফ্যান দুটোই একসঙ্গে চালান।

আর এই এসি এবং ফ্যান একসঙ্গে চালানোর পর অনেকের মনে প্রশ্ন জাগে দুটো একসঙ্গে চালিয়ে তারা ঠিক করছেন নাকি ভুল। আসলে অতিরিক্ত গরমের হাত থেকে বাঁচার জন্য এসি চালানোর পরে মনে হয় ঘর ঠান্ডা হচ্ছে না। সাধারণত ঘরের যেদিকে এসি রয়েছে সে অংশটা বেশি ঠান্ডা হয়। আর অপরদিকে কম ঠান্ডা হয়।

এসি থেকে যত দূরে যাবেন তাপমাত্রা ততই বেশি মনে হবে। বিশেষ করে বড় বড় ঘর গুলোতে এই সমস্যা বেশি দেখা যায়। আর তাই এসি এবং ফ্যান একসঙ্গে চালানো হয়। এরপরই সকলের মনে প্রশ্ন এই এসি এবং ফ্যান একসঙ্গে চালানো কি ঠিক? এর উত্তর হচ্ছে হ্যাঁ। এসি এবং ফ্যান একসঙ্গে চালালে অনেক উপকার রয়েছে।

আরও পড়ুন: AC: যতই মেপে AC চালান, তবুও বাড়ছে বিদ্যুতের বিল! রিমোটের এই গণ্ডগোলের বিষয় জানেন না ৯৯% মানুষই

বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র এসি চালালে পুরোপুরি ঠান্ডা হাওয়া পাওয়া যায় না। অথবা একই জায়গায় অনেক বেশি ঠান্ডা থাকায় সহজে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। কিন্তু এসির সঙ্গে ফ্যান চালিয়ে দিলে এসির ঠান্ডা বাতাস সারা ঘরের কোনায় ছড়িয়ে যায়।

আর এসি এবং সিলিং ফ্যান একসঙ্গে চালিয়ে দিলেও বিদ্যুৎ বিল অনেকটা সাশ্রয় হবে। তার কারণ হলো সিলিং ফ্যান ঘরের হাওয়া ঠান্ডা করতে পারে না। কিন্তু এই এসি ঠান্ডা বাতাস পুরো ঘরে ছড়িয়ে দিতে পারে ফলে সিলিং ফ্যানের হাওয়ায় ঠান্ডা বাতাস সারা ঘরে ছড়িয়ে যায় এবং ঘর দ্রুত ঠান্ডা হয়ে যায়। যার ফলে এসির উপরেও অনেকটা চাপ কমে যায়।

Papiya Paul

X