Tollywood,Entertainment,Gossip,Banga Sammanana,Award,Jit,Prasenjit Chatterjee,Shashwata Chatterjee,টলিউড,বিনোদন,গসিপ,বঙ্গ সম্মাননা,পুরস্কার,জিৎ,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,শ্বাশত চট্ট্যোপাধ্যায়

Moumita

রাজনীতি করেননি বলেই মেলেনি সম্মান! বাংলার মহানায়ক হবার যোগ্য সম্মান থেকে বঞ্চিত এই ৭ টলিউড অভিনেতা

দিন কয়েক আগেই বাংলায় অনুষ্ঠিত হয়েছে বঙ্গ সম্মাননা পুরস্কার। আর তারপর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে ক্ষোভ, বিতর্ক। আসলে এইদিন মঞ্চে বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ, মহানায়ক এইরকম বড়ো পুরস্কার তুলে দেওয়া হয়েছে টলি পাড়ার কিছু নামিদামি তারকার হাতে। কিন্তু সাধারণ মানুষের মতে এইসব পুরস্কারের আসল দাবিদাররাই বাদ পড়ে গিয়েছে। অনেকেই বলেছিলেন এই সম্মানের জন্য জিৎ অনেক বেশি যোগ্য। আজ এমনই কিছু টলিউড তারকার সঙ্গে পরিচয় করাবো দর্রশকদের মতে যারা এই পুরস্কারের যোগ্য দাবিদার।

   

১) প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) : নিজের জীবনের ৩০ টা বছর তিনি এই ইন্ডাস্ট্রিকে দিয়েছেন। এখনও পর্যন্ত একইরকম ভাবে কাজ করে চলেছেন তিনি। একসময় যখন ইন্ডাস্ট্রি খুঁড়তে বসেছিলো সেই সময় একা হাতে ইন্ডাস্ট্রিকে টেনে তুলেছিলেন তিনি। অথচ তার ভাগ্যে নেই কোনো সম্মান। সাধারণ মানুষের দাবি অনুযায়ী রাজনীতি থেকে দূরে থাকার কারণেই কিছু পেলেননা তিনি।

Tollywood,Entertainment,Gossip,Banga Sammanana,Award,Jit,Prasenjit Chatterjee,Shashwata Chatterjee,টলিউড,বিনোদন,গসিপ,বঙ্গ সম্মাননা,পুরস্কার,জিৎ,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,শ্বাশত চট্ট্যোপাধ্যায়

২) জিৎ (Jeet) : অবাঙালি হলেও দীর্ঘদিন বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোবেসে এখানে কাজ করে চলেছেন তিনি। এখন তো পুরোদস্তুর বাঙালিও হয়ে উঠেছেন। তবে অনুরাগীদের মতে ঐ যে, তিনিও রাজনীতি থেকে গা বাঁচিয়ে চলেন। তাই খালি হাতেই ফিরতে হলো তাকে।

Tollywood,Entertainment,Gossip,Banga Sammanana,Award,Jit,Prasenjit Chatterjee,Shashwata Chatterjee,টলিউড,বিনোদন,গসিপ,বঙ্গ সম্মাননা,পুরস্কার,জিৎ,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,শ্বাশত চট্ট্যোপাধ্যায়

৩) অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya) : এই মুহূর্তে ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তার বহুমুখী প্রতিভার প্রমাণ তো আমরা বারংবার বহু ছবিতে পেয়েছি। এহেন অভিনেতা কীভাবে বঞ্চিত হতে পারে এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

Tollywood,Entertainment,Gossip,Banga Sammanana,Award,Jit,Prasenjit Chatterjee,Shashwata Chatterjee,টলিউড,বিনোদন,গসিপ,বঙ্গ সম্মাননা,পুরস্কার,জিৎ,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,শ্বাশত চট্ট্যোপাধ্যায়

৪) আবির চ্যাটার্জি (Abir Chatterjee) : রোমান্টিক ড্রামা থেকে ডিটেকটিভ, সমস্ত চরিত্রেই সমান পারদর্শী তিনি। অথচ তাকেও এড়িয়ে যাওয়া হয়েছে পুরস্কার বিতরণী মঞ্চ থেকে। এক্ষেত্রেও রাজ্যবাসির কটাক্ষ, ‘আবিরও রে রাজনীতি করেনা, তাহলে পুরস্কার পাবে কীভাবে?’

Tollywood,Entertainment,Gossip,Banga Sammanana,Award,Jit,Prasenjit Chatterjee,Shashwata Chatterjee,টলিউড,বিনোদন,গসিপ,বঙ্গ সম্মাননা,পুরস্কার,জিৎ,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,শ্বাশত চট্ট্যোপাধ্যায়

৫) যীশু সেনগুপ্ত (Jishu Sengupta) : টলিউড থেকে সাউথ, বলিউড সব জায়গাতেই সমান জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। দেব, সোহমের চেয়ে তো বেশিই যোগ্য তিনি, বলেও মতামত অনেকের। এতোবার বাংলার নাম উজ্জ্বল করেছেন তিনি তবুও তার নাম পুরস্কার প্রাপকের তালিকায় থাকে না।

Tollywood,Entertainment,Gossip,Banga Sammanana,Award,Jit,Prasenjit Chatterjee,Shashwata Chatterjee,টলিউড,বিনোদন,গসিপ,বঙ্গ সম্মাননা,পুরস্কার,জিৎ,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,শ্বাশত চট্ট্যোপাধ্যায়

৬) পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) : অভিনয়, পরিচালনা সবেতেই সমান দক্ষ তিনি। বিগত দুটো দশক ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন তিনি। একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন সিনেমাপ্রেমীদের। তবুও তার নাম নেই এই তালিকায়।

Tollywood,Entertainment,Gossip,Banga Sammanana,Award,Jit,Prasenjit Chatterjee,Shashwata Chatterjee,টলিউড,বিনোদন,গসিপ,বঙ্গ সম্মাননা,পুরস্কার,জিৎ,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,শ্বাশত চট্ট্যোপাধ্যায়

৭) শ্বাশত চট্ট্যোপাধ্যায় (Saswata Chatterjee) : বহু ভালো ছবি উঠে এসেছে তার হাত ধরে। বাংলা, হিন্দি, তেলেগু সহ একাধিক ভাষায় কাজ করেছেন তিনি। যতবার বড়ো পর্দায় এসেছেন ততবার নিজেকে চিনিয়ে দিয়ে গেছেন এই অভিনেতা। তবে তাকেও সম্মান পাওয়ার যোগ্য মনে করেনি রাজ্য সরকার।