Koushik Dutta

ওম সিনেমায় মূল চরিত্রে দেখা যাবে অভিনেতা আদিত্য রয় কাপুরকে

ওম দ্য ব্যাটেল উইথ ইন- সিনেমার মূল চরিত্রে দেখা যাবে অভিনেতা আদিত্য রয় কাপুরকে। জি স্টুডিও প্রযোজিত এই সিনেমার মূল চরিত্রে দেখা যাবে তাকে। জন্মদিনে উপহার স্বরূপ নতুন সিনেমা পেলেন অভিনেতা আদিত্য রায় কাপুর। এমনটাই জানিয়েছেন প্রযোজক আহমেদ খান ও সায়রা খান। পরিচালনা করবেন কপিল বর্মা। আগামী বছর ডিসেম্বর মাসে মুক্তি পাবে সিনেমাটি।