মারাত্মক দুর্ঘটনার কবলে স্টার জলসার এই জনপ্রিয় অভিনেতা! চিন্তায় ভক্তরা

নিউজশর্ট ডেস্কঃ Famous Bengali Actor Met With An Accident : যে কোন সিরিয়ালে(Bengali Serial) গল্পের পাশাপাশি নায়ক-নায়িকা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দর্শকেরা তাদের প্রিয় অভিনেতা-অভিনেত্রীকে টিভির পর্দায় দেখার জন্য অপেক্ষা করে থাকেন। যদি কোন পর্বে নায়ক বা নায়িকাকে দেখা না যায় তাহলে স্বাভাবিকভাবেই সেই ধারাবাহিকের টিআরপি(TRP) কমতে থাকে। তবে এবার এমনই ঘটনা ঘটলো বাংলার অন্যতম বিনোদনমূলক চ্যানেল সান বাংলার নায়কের সাথে।

সম্প্রতি দুর্ঘটনার কবলে পড়েছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা হানি বাফনা(Honey Bafna)। তাকে ‘সান বাংলা’র(Sun Bangla) ‘শ্যামা'(Shyama) ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। কয়েকদিন আগেই এই ধারাবাহিক শুরু হয়েছে। এই দুর্ঘটনার ফলে তিনি বেশ কিছুদিন শুটিং করতে পারবেন না। বকুল কথা ধারাবাহিকের পর বিরাটভাবে জনপ্রিয়তা পান এই অভিনেতা। এরপর তাকে একে একে কাদম্বিনী, গ্রামের নাম বীণাপাণি, সোহাগ জল সব ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। তার সর্বশেষ ধারাবাহিক সোহাগ জল।

এরপরই তিনি সান বাংলা চ্যানেলে শ্যামা ধারাবাহিকে অভিনয় শুরু করেন। এই সিরিয়ালে তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী টুম্পা ঘোষ। সম্প্রতি শুরু হওয়া এই ধারাবাহিকে জোর কদমে চলছিল শুটিং। এরপরেই ঘটে গেল অঘটন। বাড়ির মধ্যেই পড়ে গিয়ে আহত হয়েছেন হানি। মঙ্গলবার নিজের বাড়ির উঁচু সেলফ থেকে একটা জিনিস নামাতে গিয়ে চেয়ার থেকে পড়ে যান তিনি। আর পেছনেই ছিল কাঁচের টেবিল। এখানেই হাত পড়ে গুরুতর জখম হন অভিনেতা।

তার হাতে ২০ টা সেলাই পড়েছে। খুব শীঘ্রই অস্ত্রোপচার হতে পারে বলেও জানা গিয়েছে। এখন শুটিং থেকে বিরতি নিয়েছেন অভিনেতা। এই প্রসঙ্গে অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, ‘হাতে ২০ টা সেলাই পড়েছে। প্লাস্টিক সার্জেন্টের সাথে কথা হয়েছে, তিনি শীঘ্রই অস্ত্রোপচার করবেন। ডান হাতের শিরা আর মাংসপেশীর একটা অংশ ছিড়ে বেড়িয়ে যায়। শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে অপারেশন হবে। এই মূহূর্তে কোনোভাবেই শ্যুটিংয়ে যেতে পারবনা’।

সিরিয়াল শুরু হতে না হতেই বিরাট সমস্যার মুখোমুখি হলেন অভিনেতা। নায়ক যদি না থাকে তাহলে টিআরপিতেও প্রভাব পড়বে বলে মনে করছেন দর্শকেরা। তবে হানিকে ছাড়াই কি গল্প এগিয়ে যাবে? নাকি আঘাত প্রাপ্ত হাত নিয়েই শুটিং করবেন অভিনেতা? এই সমস্ত প্রশ্ন রয়েছে দর্শকদের মনে। সকলেই চাইছেন অভিনেতা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

Papiya Paul

X