বিনোদন,দক্ষিণী অভিনেতা,দক্ষিণী সিনেমা,জুনিয়র এনটিআর Entertainment,South Indian Actor,South Indian Cinema,Junior NTR

Papiya Paul

২৮ কোটির বিলাসবহুল বাংলো, রোলস রয়েস গাড়ি, জুনিয়র NTR-এর সম্পত্তি ধনকুবেরের থেকে কম নয়

দক্ষিণের সিনে জগতের জনপ্রিয় অভিনেতা হলেন জুনিয়র এনটিআর(Junior NTR)। বর্তমানে আরআরআর(RRR) ছবিতে ভীমের চরিত্রে অভিনয় করার পর তার জনপ্রিয়তা আরো বেড়ে গিয়েছে। এমনকি এই ছবির পর বলিউডে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এখন তার পরিচিতি সব জায়গায়। ২০০১ সালে ‘স্টুডেন্ট নাম্বার ওয়ান’ ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি।

   

বিখ্যাত অভিনেতা এবং অন্ধপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন্টি রামা রাও-এর নাতি হলেন জুনিয়র এনটিআর। আবার তার বাবা নন্দমুরি হরিকৃষ্ণ দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ছিলেন। নিজের প্রতিভার দ্বারা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পাকাপাকি জায়গা করে নিয়েছেন অভিনেতা। এই মুহূর্তে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকাতে রয়েছে তার নাম।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী তার সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। অভিনয়ের সাথে সাথে বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে উপার্জন করেন তিনি। এর সাথে কোন ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিকের পাশাপাশি সেই সিনেমা থেকে লাভের একটা অংশ নেন এনটিআর। হায়দ্রাবাদের যুবিলী হিলস এলাকায় বিলাসবহুল বাড়িতে থাকেন অভিনেতা। যেই বাড়ির আনুমানিক দাম ২৮ কোটি টাকা।

এছাড়া ব্যাঙ্গালুরুতে ও একটি বাড়ি রয়েছে তার. বিলাসবহুল বাড়ি ছাড়াও প্রচুর দামি গাড়ির সম্ভার রয়েছে তার কাছে। অভিনেতার গাড়ির তালিকাতে রয়েছে রোলস রয়েস এবং রেঞ্জ রোভার এর মত বিরাট দামি গাড়ি। যেগুলির দাম কমপক্ষে ১ কোটি থেকে ৩ কোটি টাকার মধ্যে। এছাড়া অন্যান্য বিলাসবহুল সম্পত্তির মালিক অভিনেতা। তিনি ২০১১ সালে লক্ষী প্রণতিকে বিয়ে করেন। এই বিয়েতে তার স্ত্রীর বিয়ের পোশাকের দাম ছিল ১ কোটি টাকা। প্রচুর টাকা খরচ করে তিনি বিয়ে করেছিলেন।তাদের দুই সন্তান রয়েছে।