বিনোদন,দক্ষিণী সিনেমা,বলিউড,বলিউড গসিপ,মহেশবাবু Entertainment,South Indian Cinema,Bollywood,Bollywood Gossip,Maheshbabu

Papiya Paul

‘বলিউডের মতো ছোট ইন্ডাস্ট্রিতে কাজ করব না’, বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য সুপারস্টার মহেশ বাবুর

দক্ষিণী ছবির(South Indian Cinema) প্রথম সারির অভিনেতা তিনি। এই দক্ষিণী ছবিতে কাজ করে তিনি যে সুনাম এবং খ্যাতি অর্জন করেছেন তাতেই সন্তুষ্ট অভিনেতা মহেশ বাবু(Mahesh Babu)। এইজন্য দক্ষিণের সিনেমা ছেড়ে বলিউডে যাবার কোনো ইচ্ছা নেই তার। তবে বর্তমানের দক্ষিণী সিনেমা যেভাবে বলিউডের আধিপত্য বিস্তার করছে সেখানে দর্শকদের মধ্যেও দক্ষিণের সিনেমা নিয়ে একটা আলাদা উন্মাদনা কাজ করছে। কিন্তু এত জনপ্রিয়তা মধ্যেও বলিউডে কাজ করতে নারাজ মহেশ বাবু।

   

তিনি দক্ষিণের সিনেমা জগতে একাধিক সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। তার অসাধারণ অভিনয় পছন্দ করেন দর্শকেরা। এমনকি তার ছবি হিন্দি ডাবিং দেখতে ভালোবাসেন অসংখ্য ভক্তরা। এখন দক্ষিণের সুপারস্টাররা শুধু এদেশের মানুষের কাছে নয়, বিদেশের মাটিতে ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে। সম্প্রতি ‘আদিভি সেশের মেজর’-এর ঝলক মুক্তির অনুষ্ঠানে এসে সাক্ষাৎকারে বলিউডে কাজ করা প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা।

এদিনের সাক্ষাৎকারে হিন্দি ছবি নিয়ে যে তার মধ্যে একটা বিরাট তাচ্ছিল্য মনোভাব রয়েছে সেটাও প্রকাশ পেয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘বলিউড আমাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না, আমাকে ধরে রাখতে পারবে না। তাই ওখানে গিয়ে সময় নষ্ট করতে চাইনা।’ এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে দক্ষিণী ছবি তার কাছে ভালোবাসা। এখানে কাজ করেই তিনি অন্তরের টান খুঁজে পান।

বিনোদন,দক্ষিণী সিনেমা,বলিউড,বলিউড গসিপ,মহেশবাবু Entertainment,South Indian Cinema,Bollywood,Bollywood Gossip,Maheshbabu

এছাড়া তিনি বলেন, ‘প্যান ইন্ডিয়ার ছবি রিলিজ হচ্ছে মানে আমি প্যান ইন্ডিয়ান সুপারস্টার হতে চাই তেমনটা নয়। বরং দক্ষিণী ছবিকে গোটা দেশবাসী সফল করুক এটাই আমার লক্ষ্য। আমি তেলুগু ছবিতে কাজ করতে চেয়েছি আর এটাও চেয়েছি যাতে সব ভারতবাসী এই ছবি দেখে। বর্তমানে সেই জিনিসটা হচ্ছে তাই আমি খুশি। আর এখন দক্ষিণ ইন্ডাস্ট্রির ছবি বলিউড থেকে শুরু করে বিদেশের মাটিতে প্রশংসা পাচ্ছে এটা সত্যিই একটা ভালো বিষয়। ‘

বিনোদন,দক্ষিণী সিনেমা,বলিউড,বলিউড গসিপ,মহেশবাবু Entertainment,South Indian Cinema,Bollywood,Bollywood Gossip,Maheshbabu

এমনকি এদিন ওটিটি প্লাটফর্মে কাজের প্রসঙ্গে বলেছেন যে বড় পর্দায় বড় মাপের কাজেই তিনি সব থেকে বেশি আগ্রহী। অভিনেতা আরো জানিয়েছেন যে তিনি অনেক হিন্দি ছবি করার প্রস্তাব পেয়েছেন, কিন্তু তিনি মনে করেন না তারা তার ওজন বুঝতে পারবেন। যে স্টারডম এবং সম্মান তিনি দক্ষিণ থেকে পান সেটা অনেক বড়, তাই সেই জায়গা থেকে অন্য কোন ছবির দুনিয়ায় যাওয়ার কথা তিনি ভাবেননি।