Papiya Paul

মাত্র ৩১ বছর বয়সে সন্তান জন্মের সময় মারা যান স্মিতা পাটিল, মায়ের জন্য লেখা প্রতীকের চিঠিতে চোখে জল ভক্তদের!

হিন্দি সিনেমা জগতের একসময়ের জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেত্রী ছিলেন স্মিতা পাটিল। যদিও তিনি বহুদিন আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। অভিনয় জগতে তার প্রতিভার কথা এখনো ভোলেননি সিনেপ্রেমীরা। একপ্রকার কাকতালীয়ভাবেই তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। সেই অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন অসংখ্য অনুরাগীরা।

   

পুনের এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন স্মিতা। পড়াশুনা শেষ করে প্রথমে দূরদর্শনে সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু করেছিলেন। এর সাথেই ক্যামেরার পেছনে কাজ করতেন তিনি। এরকম করে হঠাৎ একদিন পরিচালক শ্যাম বেনেগাল নজরে পড়েন তিনি। আর সংবাদ পাঠিকা থেকেই শুরু হয় অভিনয় সফর।

১৯৭৫ সালে ‘চরণদাস চোর’ নামক ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন স্মিতা। ওই ছবিতে তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন পরিচালকেরা। হিন্দি ছবির সাথে মৃণাল সেনের পরিচালনায় ‘আকালের সন্ধানে’ নামক বাংলা সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি এবং সত্যজিৎ রায়ের ‘সদ্গ’তি নামের হিন্দি সিনেমা তাকে কাজ করতে দেখা গিয়েছিল। এছাড়াও বহু সুপারহিট সিনেমা তিনি দর্শকদের উপহার দেন।

অভিনেতা রাজ বব্বর এর সঙ্গে বিয়ের পর তাদের প্রথম সন্তান হয় প্রতীক বব্বর। বর্তমানে তিনি একজন অভিনেতা। ছেলেকে জন্ম দেওয়ার সময় জটিলতার কারণে মাত্র ৩১ বছর বয়সে মারা যান তিনি। ১৯৮৬ সালে ১৩ ই ডিসেম্বর মারা গিয়েছিলেন তিনি। এরপরে প্রত্যেক বছর মায়ের মৃত্যুর দিনে আবেগঘন পোস্ট শেয়ার করেন ছেলে। মাকে হয়তো কোনদিন নিজের চোখে দেখতে পাননি কিংবা মায়ের আদর পাননি কিন্তু তবুও কল্পনায় মাকে অনুভব করেন প্রতীক।

 

View this post on Instagram

 

A post shared by prateik babbar (@_prat)

তিনি এই বছরেও একটি ছবি পোস্ট করে লেখেন, ‘মা এরকমই হয়..

তাই সবাই এত যত্ন নিতে পারে।

মা হৃদয়ে বেঁচে থাকে….’ এই পোস্টের মাধ্যমে তিনি মায়ের প্রতি তার ভালোবাসা বোঝাতে চেয়েছেন।