বাংলা টেলিভিশনে এখন রীতিমতো লড়াই চলছে। টিকে থাকার লড়াই। আর এই লড়াইতে টিকে থাকার জন্য এমন সব চমক আনছে যা দেখে চক্ষু চড়কগাছ দর্শকদের। এই যেমন যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তের প্রয়োজনায় নির্মিত ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেলে’এও অদ্ভুত ঘটনা দেখা গেল।
দীর্ঘদিন পর মানুষের সামনে ভেসে উঠলো ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির ঝলক। এই ছবির নায়ক কৃষ্ণকে মনে আছে তো? পল্লবীকে না পেয়ে সিনেমার শেষে পাগল হয়ে গেছিল সে। আর সেই বেদনাময় করুণ সমাপ্তি দেখে চোখের জলে ভেসেছিল গোটা বাংলা।
আর এবার সেই ফিরলো স্টার জলসার এই ধারাবাহিকে। এতক্ষণে হয়তো বুঝেই গেছেন যে আমরা কার কথা বলছি। টলিপাড়ার (Tollywood) অন্যতম খ্যাতনামা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) কথা হচ্ছে এখানে।
সম্প্রতি হরগৌরী পাইস হোটেলের (Haragouri Pice Hotel) একটি প্রোমো প্রকাশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে, মানসিক ভারসাম্যহীন একটি মানুষ এন্ট্রি নিয়েছে এই সিরিয়ালে। এই পাগলটিকে দেখে ঐশানী রাস্তা থেকে নিয়ে আসে বাড়িতে।
এরপর বাড়ি ঢুকে শঙ্করের মাকে বলে, ‘মা তুমি আমার জন্য মাছের মুড়ো রেঁধে রেখেছ।’ এরপরই শঙ্করের মা বলে ওঠে “বড় খোকা”। আর তারপরেই চমকে যায় সবাই। এই পাগল নাকি শঙ্করের দাদা! এতদিন পরে শঙ্করের দাদা এল কোথা থেকে এবং সে পাগলই হল কীভাবে?
আপাতত এই প্রশ্নগুলো স্থগিতই থাক। কারণ এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্ব গুলির মধ্যে দিয়েই। তবে এখন সবচেয়ে বড় চমক হল, এই পাগলের চরিত্রে যাকে দেখা গিয়েছে, তিনি হলেন রাহুল। ঠিক যেন ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার কৃষ্ণ ফিরে এসেছে। অভিনেতাকে দেখে খুশিই হয়েছে ভক্তরা।