Papiya Paul

বলিউডে ৩০ বছর পেরিয়েও মেলেনি যোগ্য সম্মান! ইন্ড্রাস্ট্রির ‘তারকা’দের নিয়ে বিস্ফোরক মন্তব্য রনিত রায়ের

বিনোদন জগতের এক অনন্য বিনোদন মাধ্যম হলো টেলিভিশনের সিরিয়াল। বলিউড হোক কিংবা টলিউড, এই সিরিয়ালের জনপ্রিয়তা কিন্তু আকাশছোঁয়া। আর এই সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীদের বেশ পছন্দ করেন দর্শকেরা। বড় পর্দা হোক কিংবা ছোট পর্দা বলিউডের অভিনেতা রনিত রায়ের(Ronit Roy) জনপ্রিয়তা অনেক। বেশিরভাগ ক্ষেত্রে তাকে ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও নায়কের চরিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত।

   

সিআইডির দৌলতে সঞ্চালকের ভূমিকায় অভিনয় করে তিনি প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন। দীর্ঘদিন অভিনয় ক্যারিয়ারের সঙ্গে যুক্ত থেকে আজও বলিউডে নিজের যোগ্য সম্মান পাননি তিনি। এমনটাই মনে করছেন অভিনেতা। ১৯৯২ সালে ‘জান তেরে নাম’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন রনিত রায়। আর সেই প্রথম ছবি সুপারহিট হয়ে যায়। তবে এরপর তাকে সেভাবে বড় পর্দায় দেখতে পাওয়া যায় না।

এর ঠিক কয়েক বছর পর ২০০০ সাল নাগাদ স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কি’-তে মিস্টার বাজাজের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নেন তিনি। এরপর সিরিয়ালের সাথে সাথে বড়পর্দাতেও ব্যাপক কাজ করেন তিনি। প্রায় তিন দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। সম্প্রতি নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা।

তিনি বলেছেন যে ‘যখন প্রথম ছবি সুপারহিট হয়েছিল তখন ইন্ডাস্ট্রির লোকেদের তরফ থেকে সেভাবে কোন প্রশংসাই পাইনি। এমনকি অভিনন্দন জানায়নি কেউ। যদিও আমার সেই নিয়ে এখন কোন আফসোস নেই।’ এরপর তিনি আরো বলেছেন, ‘আজকে যখন নিজের জীবনের অতীতকে দেখি তখন মনে হয় আগের দিনগুলোর কারণেই আজ আমি এই জায়গায়। আসলে তারকারাই তারকা হয়, যারা অভিনেতা তারা অভিনেতাই হয়। সেই সময় যদি হুট করে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে তারকা হয়ে যেতাম তাহলে হয়তো এক সময় হারিয়ে যেতে পারতাম।’

এরপরও তিনি আরো বলেছেন যে ‘একটা সময় এমনও গেছে যখন অনেকে আমায় নিয়ে কটাক্ষ করেছেন খারাপ মন্তব্য করেছে। তবে যখন সঠিক সময় ঘুরে দাড়িয়েছে তখন তারাই আবার আমার প্রশংসা করতে বাধ্য হয়েছে। তারা হয়তো আজ ইন্ডাস্ট্রিতে নেই, তবে আমি কিন্তু ঠিকই রয়ে গিয়েছি। বর্তমানে ইন্ডাস্ট্রিতে যথেষ্ট ভালোবাসা পাই। এছাড়া সম্মান তো আছেই, এসব কিছুর জন্যই আমি সকলের কাছে আন্তরিকভাবে চির কৃতজ্ঞ থাকব।’