দেশের বাইরেও সালমানের খ্যাতি তুঙ্গে, বিনোদনে ‘সেরা ব্যক্তিত্ব’ সম্মান পেলেন ভাইজান

শুধু দেশ নয়, দেশের বাইরেও বিরাট জনপ্রিয় সালমান খান(Salman Khan)। সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত এক বিনোদনমূলক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা ব্যক্তিত্বের সম্মান পেয়েছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। আর নিজের ইনস্টাগ্রামে এই পুরস্কার হাতে ছবি পোস্ট করে আরববাসীদের ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা। সংযুক্ত আরবের আমিরশাহির সঙ্গে বহুদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সালমানের।

সেই দেশে তার ফ্যান ফলোয়ার্স সংখ্যা নেহাত কম নয়। আর তাই অভিনেতাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এদিন অভিনেতাকে সৌদি আরবে রাজপরিবারের উপদেষ্টা তুর্কি আলাল শেখের হাত থেকে পুরস্কার নিতে দেখা গিয়েছে। আর এই ছবির সাথে সালমান ক্যাপশনে লিখেছেন, ‘আমার ভাই বু নাসের, তোমার সঙ্গে দেখা হওয়ায় আমি আপ্লুত।’

এছাড়াও অনুষ্ঠানের সন্ধ্যায় উপস্থিত থেকে সালমান তাঁর অনুরাগীদের এটাও বলেছেন যে এদেশ তাকে ১২ বছর বয়স থেকে চেনে। এখন সালমানের বয়স ৫৬। তার যাত্রাটা আবারও যেন শুরু হল। সৌদি আরব সালমানের খুব পছন্দের বলেও উল্লেখ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউড অভিনেতা জন ট্রাভোল্টা। যার সাথে সালমান কথা বলেছেন, এমনকি পাশে ছবি তুলতেও দেখা গিয়েছে অভিনেতাকে। আর এই ছবি পোস্ট হতেই ভাইজানের অনুরাগীরা তাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

Papiya Paul

X