Yash,Pan Mashala,KGF 2

Krishna

টাকার কাছে মাথা নত নয়, কোটি টাকার পান মশলার অফার ছুড়ে ফেললেন অভিনেতা যশ

দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত কেজিএফ চ্যাপটার টু সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে বরাবরই উত্তেজনা ছিল। আর সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছেন পরিচালক প্রশান্ত নীল। ইতিমধ্যেই এই ছবির হিন্দি সংস্করণ তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় নাম লিখিয়েছে। টাইগার জিন্দা হ্যায়’, ‘পিকে’ এবং ‘সঞ্জু’-এর মতো বলিউড ছবিকে পেছনে হিন্দি ছবির ইতিহাসে আয়ের নিরিখে তৃতীয় স্থানে উঠে এসেছে কেজিএফ চ্যাপটার টু।

   

আবার বক্সঅফিসে সারা বিশ্বব্যাপী ১০০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। অভিনেতার এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তামাকজাত সংস্থা তাকে কোটি টাকা দিয়ে বিজ্ঞাপনের অফার দিয়েছেন।তবে এই কোটি টাকার অফার দিয়ে কিনে নেয়া যায়নি অভিনেতাকে। বরং তিনি অফার ফিরিয়ে দিয়েছেন।

অভিনেতার নিজস্ব ম্যানেজমেন্ট সংস্থার হেড অর্জুন ব্যানার্জি একটি প্রেস বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছেন, পান মশলা এবং এই জাতীয় পণ্যগুলি মানুষের স্বাস্থ্যের উপর অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলে, এবং পরবর্তীতে তা শরীরে ভয়ংকর প্রভাব ফেলতে পারে। অভিনেতা এর মাধ্যমে তার উদার মনের পরিচয় দিয়েছেন । তিনি কোনোভাবেই তার ভক্তদের মনে নেতিবাচক প্রভাব ফেলতে চান না।

অনুরাগীদের ভালোর জন্য এত কোটি টাকার অফার ও রিজেক্ট করে দিয়েছেন অভিনেতা। প্রসঙ্গত, কিছুদিন আগে তামাকজাত বিজ্ঞাপনে অক্ষয় কুমারের অংশগ্রহণকে কেন্দ্র করে বিরাট বিতর্ক হয়েছে সোশ্যাল মিডিয়া। এরপর নেটিজেনদের কটাক্ষের মুখে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন বলিউডের খিলাড়ি কুমার। তবে এর আগে দক্ষিণের আরেক অভিনেতা আল্লু অর্জুন ও এই ধরনের বিজ্ঞাপনের অফার ফিরিয়ে দিয়েছিলেন।