বলিউড,বিনোদন,জায়েদ খান,শাহরুখ খান,ফারহা খান,ম্যায় হুঁ না,Bollywood,Entertainment,Jayed Khan,Shahrukh Khan,Farha Khan,Mai hoon na

Moumita

‘ম্যায় হুন না’ ছবিতে শাহরুখের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয়ের পরেও জোটেনি সফলতা, ইন্ড্রাস্ট্রি থেকে দূরেই থাকেন জায়েদ খান!

‘ম্যায় হুঁ না’ খ্যাত অভিনেতা জায়েদ খান’কে হয়তো খুব কম মানুষই চেনেন। ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসলেও খুব বেশিদিন টিকতে পারেননি বলিউডে। বাবা, জ্যাঠা, প্রায় প্রত্যেকেই বলিউডের খ্যাতনামা নাম। ফিল্মি ব্যাকগ্রাউন্ডের এই ছেলেকেই শুনতে হয়েছিলো, ‘অভিনয় জানো তো তুমি?’ তাও আবার খোদ বলিউড বাদশাহ শাহরুখ খানের কাছ থেকে। সাম্প্রতিক এক মিডিয়া সাক্ষাৎকারে নিজের অতীতে ঝুঁকে দেখলেন এই অভিনেতা।

প্রসঙ্গত, ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। এরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও বিশেষ নজর কাড়তে পারেননি জায়েদ। তবে জায়েদ অভিনীত ‘ম্যায় হুঁ না’ বক্স অফিসে ব্যাপক ঝড় তুললেও ছবির সমস্ত ক্রেডিট যায় ছবির মূখ্য চরিত্র শাহরুখ খান এবং পরিচালক ফারহা খানের ঝুলিতে। সম্প্রতি এই ছবি নিয়েই মুখ খুললেন তিনি।

মূলত ম্যায় হু না ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ-জায়েদ। সেই ছবিতে রামের (শাহরুখ) সৎ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন লক্ষ্ন (জায়েদ)। আর এই ছবির অফার পাওয়ার সময়ই নাকি তার উপর সন্দেহ প্রকাশ করেছিলেন শাহরুখ। সম্প্রতি একটি সাক্ষাৎকারের সময় জায়েদ খানকে ‘ম্যায় হু না’ ছবির অফার পাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, জায়েদ এই প্রশ্নের উত্তরে জানান যে, তিনি ফারাহকে তার প্রথম চলচ্চিত্র ‘চুরা লিয়া হ্যায় তুমনে’-এর একটি গান কোরিওগ্রাফ করার জন্য রাজি করানোর চেষ্টা করছিলেন। এ জন্য ফারহার সঙ্গে জায়েদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল। সেই সময় জায়েদে সম্পূর্ণরূপে অপরিচিত একটি নাম। তাই সঞ্জয় খানের ছেলে এবং ফারদিন খানের ভাই বলেই নিজের পরিচয় দিতেন।

এরপরই একটি প্রোজেক্ট হাতে পেয়ে ফারহার অফিসে দেখা করতে যান জায়েদ। সেখানেই উপস্থিত ছিলেন স্বয়ং কিং খান। সেখানেই ফারহা তাকে জানান, ‘আমি তোমাকে আমার ‘ম্যা হুন না’ ছবিতে একটি চরিত্র দেওয়ার কথা ভাবছি’। ঘটনাচক্রে ম্যায় হু না-র প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ফারহার এরকম আকষ্মিক অফার পেয়ে একটু হতভম্ব হয়ে যেই নিজেকে গুছিয়ে উত্তর দিতে যাবে অমনি শাহরুখ প্রশ্ন করে বসলেন, ‘কেমন আছেন? আমরা আমাদের চলচ্চিত্রের জন্য একটি লিড খুঁজছি। আর ফারাহ বললেন, এই চরিত্রের জন্য আপনি পারফেক্ট। তবে একটা কথা বলুন, আপনি কি অভিনয় জানেন?

বলিউড,বিনোদন,জায়েদ খান,শাহরুখ খান,ফারহা খান,ম্যায় হুঁ না,Bollywood,Entertainment,Jayed Khan,Shahrukh Khan,Farha Khan,Mai hoon na

শাহরুখের এহেন প্রশ্নে একটু ঘাবড়েই যান সেদিন। এই প্রসঙ্গে জায়েদ বলেন, ‘এরপরই আমার মনে পড়লো অভিনয় আমার রক্তে। পরিবারের সবাই অভিনয়ের সাথে যুক্ত। খানিক চিন্তা করে শাহরুখকে বললাম, আমি অভিনয় পারি।’। এরপরের কথা তো সকলেই জানেন। ‘ম্যায় হুঁ না’ ছবির হাত ধরে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ফারহা খান। আর তার প্রথম ছবিই বক্স অফিসে সুপার ডুপার হিট হয়‌।

প্রসঙ্গত, ইন্ডাস্ট্রি থেকে দীর্ঘদিন দূরে রয়েছেন জায়েদ খান। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, খুব শিঘ্রই আবার বলিউডে ফিরতে চলেছেন তিনি। তাকে শেষ দেখা গেছে একটি টিভি সিরিয়ালে। যদিও জায়েদ সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। এবং প্রায়ই নিজের ছবি শেয়ার করেন ভক্তদের সাথে। এপ্রিলে, জায়েদ ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন এবং ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি শীঘ্রই চলচ্চিত্রে ফিরে আসবেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জায়েদের আসন্ন ছবির শুটিং শেষ,তবে ছবিটি সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি।