নিউজশর্ট ডেস্কঃ বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য(Aparajita Auddy)। তার অভিনয় গুণের প্রশংসা করেন ভক্ত থেকে সমালোচক প্রত্যেকেই। ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা দর্শকদের পছন্দের অভিনেত্রী তিনি। যদিও শুধু অভিনেত্রী হিসেবে নন, সঞ্চালিকা হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তার অভিনীত শেষ ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার'(Lokkhi Kakima Superstar)।
এই ধারাবাহিক শেষ হয়ে যাবার পর বেশ কিছু মাস কেটে গিয়েছে। কিন্তু নতুন কোন ধারাবাহিকে তার ফেরার খবর এখনো পাওয়া যায়নি। বরং ছোটপর্দার পরিবর্তে বড়পর্দায় চুটিয়ে কাজ করছেন তিনি। ছোটপর্দা থেকে যে একেবারেই নিজেকে দূরে সরে নিয়েছেন এমনটাও নয়। জি বাংলার ‘ঘরে ঘরে জি বাংলা’ অনুষ্ঠানের সঞ্চালিকা তিনি। তবে দর্শকদের মনে একটাই প্রশ্ন তিনি আবার কবে ছোট পর্দায় ফিরছেন? তাকে কবে থেকে প্রতিদিন টিভির পর্দায় দেখা যাবে?
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে তিনি এ বিষয়ে মুখ খুলেছেন। অভিনেত্রী বলেছেন যে তাকে নিয়ে সিরিয়াল বানাতে গেলে আর্থিক দিকটা একটু বেশি ভাবনাচিন্তা করার প্রয়োজন। তাকে সিরিয়ালে কাজ করতে গেলে বাজেট বেশি লাগবে। শুধু এটাই নয়, সিরিয়ালের ফেরার জন্য একগুচ্ছ শর্তও রয়েছে তার। কি সেই শর্ত?
অভিনেত্রীর কথায়, এখন একই রকম সিরিয়ালের ট্রেন্ড শুরু হয়েছে। একটা গল্প হিট হয়ে গেলে বাকি সিরিয়ালগুলো সেই গল্পের অনুযায়ী তৈরি করা হয়। কিন্তু অভিনেত্রী সেই ধাঁচে নিজেকে ফেলতে চান না। তাই তাকে নিয়ে সিরিয়াল করতে হলে অন্যরকম কিছু ভাবতে হবে। তার চরিত্র পছন্দ হলে তিনি তবেই হ্যাঁ বলবেন। আর সেই চরিত্র তাকে যেমন ভাবে বলা হবে তেমনভাবেই যেন ফুটিয়ে তোলা হয়। চরিত্রের অদল বদল করা যাবে না। অর্থাৎ তিনি একেবারে সরাসরি জবাব দিতে প্রস্তুত। যদিও ছোট পর্দা থেকেই যে তার পরিচিতি গড়ে উঠেছে এই কথা স্বীকার করেছেন অভিনেত্রী।