actress bidisha chakraborty share a post she hints sexual abuse with her

‘মেকআপ করানোর নামে পিঠে বুকে হাত,’ রুপটান শিল্পীর বিরুদ্ধে বিস্ফোরক টেলি অভিনেত্রী

নিউজশর্ট ডেস্কঃ টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী বিদিশা চক্রবর্তী। ছোট বেলাতেই অভিনয়ের জগতে পা রাখেন তিনি। তবে বিয়ের পর পর্দায় তার দেখা মেলেনি বহু বছর। প্রায় ১ ৪ বছর পর আবারও কাজ শুরু করেন তিনি। একাধিক ধারাবাহিকে দেখাও মিলেছে অভিনেত্রীর। তবে এবার আরজি কর কাণ্ডের জেরে হওয়ার প্রতিমাদের মাঝেই অভিনয় ইন্ডাস্ট্রির নোংরা দিক নিয়ে বিস্ফোরক বিদিশা চক্রবর্তী।

অভিনয় ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বড় অভিযোগ বিদিশা চক্রবর্তীর

বাংলা তথা গোটা দেশ যখন তিলোত্তমার সাথে ঘটে যাওয়া নৃশংস অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দাবিতে রাস্তা নেমেছে । এমন সময়েই মালায়ালম ইন্ডাস্ট্রির হেমা কমিটির রিপোর্ট রীতিমত বোমা ফাটিয়েছে। অভিজয় জগতের ভিতরে চলতে থাকা নোংরা যৌন হেনস্থার ঘটনার পর্দা ফাঁস হচ্ছে। এমন সময়েই সোশ্যাল মিডিয়াতে মুখ খুললেন বিদীপ্তা।

ফেসবুকে একটি পোস্টে অভিনেত্রী লেখেন, ‘ছোট থেকে অনেক বছর ফিল্ম / টিভি ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। ১৪ বছর অন্য শহরে থাকার পর ফিরে এসে আবারও কাজ করেছি। এখনও ৫০ বছর বয়সে এসে পুরুষ সহকর্মীদের থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যেতে হবে?’ অর্থাৎ ইন্ডাস্ট্রির অন্দরে থাকা যৌন হেনস্থার বিরুদ্ধে মুখ খুললেন তিনি।

এদিন তিনি আরও লেখেন, ‘সেই পুরোনো মুখ এখনও মুখোশ পরে মেকআপ করার নামে পিঠে বুকে হাত বুলিয়ে যাবে? এত বোচ র্পরেও পাল্টালো না? একটাই প্রশ্ন আমার, শুধুমাত্র মহিলা বলেই কি আমরা কাজের জায়গাতেও সুরক্ষিত থাকতে পারব না? কে দেবে এর জবাব? Technician’s Guild থেকে Fedaration কিছুই জানেন না? নাকি সব জেনেও না জানার ভান করা হয়? আর কতদিন গরিব টেকনিশাইনের ‘পেটে লাথি না মারার’ বাহানা দিয়ে মহিলাদের বুকে ধাক্কা খেতে হবে?’

Bidisha Chakraborty opens up about harrasment in acting industry

বোঝাই যাচ্ছে নিজেই কোনো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বিদিশা। অভিনেত্রীর এই পোস্টের পর নেটিজেনদের অনেকেই একমত হয়েছেন। শোনা যাচ্ছে, এক নামকরা মেকআপ আর্টিস্টের বিরুদ্ধেই এমন অভিযোগ উঠেছিল। মেকআপ করার সময় ঘাড়ের চুল সরিয়ে বিশ্রী ভাবে হাত দিয়েছিলেন, যেটা প্রচন্ড অস্বস্তির ছিল। সেই সময় পুলিশি অভিযোগ দায়ের না হলেও ফেডারেশনের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল তাকে। সবচেয়ে বড় কথা হল ১৫ বছরের পরিচিত ওই মেকআপ আর্টিস্ট যে এমনটা কোনোদিন করতে পারেন সেটা অভিনেত্রী ভাবতেও পারেন নি।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X