Chandreyee Ghosh

Moumita

‘বাচ্চারা কটকটির ভয়ে খাবার খেত’, কেরিয়ারের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন চান্দ্রেয়ী ঘোষ

টেলিভিশনের অন্যতম চর্চিত ধারাবাহিক ছিল স্টার জলসার (Star Jalsa) ‘কিরণমালা’ (Kiranmala)। বাঙালি ঘরের রান্নার হেঁশেল থেকে শুরু করে সন্ধ্যাকালীন চায়ের আড্ডা, সবজায়গাতেই চলত এই সিরিয়ালের চর্চা। বিশেষ করে কটকটি অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষের (Chandreyee Ghosh) অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিল গোটা বাংলা।

   

বাংলার অতি পরিচিত নায়িকা তিনি। পজেটিভ নেগেটিভ সব ধরনের চরিত্রেই সমান দক্ষ তিনি। সম্প্রতি এই মানুষটিই খোলামেলা আড্ডায় বসেছিলেন জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাথে। সেখানেই উপুড় করলেন কেরিয়ারের অভিজ্ঞতার ঝাঁপি। জানালেন ব্যক্তিগত মতামতও।

অভিনেত্রীর কথায়, ‘প্রতিটা নায়িক-নায়িকার বা খলনায়ক-খলনায়িকার স্ট্রাগলের পিছনেই আসল কারণটা লুকিয়ে থাকে। তাই আমি মনে করি খলনায়িক বা খলনায়িকাদের কাছে এই ভিলেন ওঠার পিছনে একটা যুক্তি থাকে।’ আর তাই যে কোনো চরিত্রের মধ্যে সবার আগে তার মোটিভটা জানা খুব জরুরী।

টলিউড,বিনোদন,বাংলা ধারাবাহিক,টেলিভিশন,কিরণমালা,চান্দ্রেয়ী ঘোষ,সাক্ষাৎকার,কটকটি,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Television,Kiranmala,Chandreyee Ghosh,Interview,Kotkoti

ভিলেন তকমাটা কি সব চরিত্রের জন্য খাটে? এই প্রশ্নের উত্তরে চান্দ্রেয়ী বলেন, ‘পাওয়া, না-পাওয়ার ব্যালান্সটা একটা মানুষ জীবনে এক-এক রকমভাবে সামাল দেন। তখনই অনেকে এই ভিলেন তকমাটা পেয়ে যায়। অত বড় কিছু হয়তো তিনি করলেন না, কিন্তু পরিস্থিতি তাকে এমন জাঁতাকলে ফেলে দিল যে, সে নিজেও বুঝল না এটা কী হচ্ছে…। তার কাছে নিজের স্বপক্ষে থাকা যুক্তিটুকুই সম্বল হয়ে দাঁড়ায়।’

টেলি দুনিয়ার থেকে দাপুটে খলনায়িকা কি এবার হারিয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তরে চান্দ্রেয়ী বলেন, ‘দেখুন, দাপুটে চরিত্রের অভাব খুঁজে পাচ্ছি, এটা বলব না। যেটা বলা চলে, সেটা হচ্ছে যে, ছোটপর্দায় খলনায়ক বা খলনায়িকার একটা এক্সট্রিম ভার্সান দেখানো হয়। মূলত ‘খল’ বিষয়টার ওপরই জোর দেওয়া হয় এই ধরনের চরিত্রের ক্ষেত্রে।’

ব্যক্তি চান্দ্রেয়ীর মধ্যে কি কোনো ভিলেন স্বত্বা রয়েছে? উত্তরে অভিনেত্রী বলেন, ‘ওরে বাবা, অনেক-অনেক মজার ঘটনা জড়িয়ে আমার এই চরিত্রের সঙ্গে। বাচ্চারা আমায় দেখে রীতিমত ভয় পেত। মায়েরা এসে আমায় ধন্যবাদ জানিয়ে যেত, আপনার নাম করে খাওয়াই, পড়তে বসাই। সে এক অন্য অভিজ্ঞতা।’