সন্দীপ্তা সেন,টলিউড,বিনোদন,গুজব,সৌম্য মুখোপাধ্যায়,প্রেম,Sandipta Sen,Tollywood,Entertainment,Soumya Mukharjee

রাহুল এখন অতীত, অন্য কারোর প্রেমে মজেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন

যেখানে গোটা টলিউড জুড়ে শুধু বিচ্ছেদ, বিরহ আর আত্মহত্যার মতো খবরের ছড়াছড়ি, সেখানেই হঠাৎ করেই শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে প্রেমের জোয়ারে ভাসছেন এক টলি সুন্দরী। তিনি আর কেউ নন, লাখো পুরুষের স্বপ্ন সুন্দরী সন্দীপ্তা সেন।

বাংলা ধারাবাহিক জগতের এক সুপরিচিত নাম সন্দীপ্তা সেন। স্টার জলসায় সম্প্রচারিত দূর্গা সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে পদার্পণ তার। প্রথম সিরিয়ালেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছিলেন তিনি।‌ তারপর সেই ধারাবাহিকতা বজায় রেখে করেছেন একের পর এক জনপ্রিয় সিরিয়াল। ‘টাপুর টুপুর’, ‘তুমি আসবে বলে’, ‘প্রতিদান’ ইত্যাদির মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে তাকে। সম্প্রতি তাকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরণের ফোটোশুট এবং ওয়েব সিরিজের পর্দায়।

প্রসঙ্গত, টলিউডের এই সুন্দরী অভিনেত্রীর ব্যক্তিগত জীবন হামেশাই রয়েছে লাইমলাইটে। তার মনের গোপনে কে রয়েছে তা জানতে মরিয়া হয়ে থাকে মানুষ। ‘তুমি আসবে বলে’ ধারাবাহিক সম্প্রচারিত হওয়ার সময় পর্দার সাথে সাথে বাস্তব জীবনেও প্রেম করছেন রাহুল-সন্দীপ্তা এরকম রটনাও কম রটেনি। যদিও পরবর্তীকালে দুজনেই সর্বসমক্ষে জানান যে, তারা শুধুই ভালো বন্ধু। এর বাইরে আর তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই।

তবে এই মুহূর্তে যা শোনা যাচ্ছে যে, এবার সত্যি সত্যিই প্রেমে মজেছেন অভিনেত্রী। জানা যাচ্ছে এক নামি ওটিটি প্লাটফর্মের অপারেটিং অফিসার সেই ব্যক্তি। ইতিমধ্যেই অবশ্য টলিপাড়ায় এই নিয়ে চলছে বিরাট গুঞ্জন, বেশ সন্তপর্নেই প্রেম করছেন অভিনেত্রী। যদিও বাইরে তারা এমন দেখাচ্ছেন যে, তারা খুব ভালো বন্ধু। কিন্তু গোপন সূত্রে জানা যাচ্ছে যে, তারা আসলে লাভবার্ডস। গুঞ্জন শোনা যাচ্ছে যে, তিনি সম্ভবত সৌম্য মুখোপাধ্যায়। কিন্তু নিশ্চিত করে বলার মত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

Avatar

Moumita

X