Bengali Serial

আর নয় স্টার জলসা, এবার জি বাংলায় ফিরছেন মাধবীলতা, বিপরীতে এই অভিনেতা!

বাংলা টেলিভিশনে এখন সিরিয়াল (Bengali Serial) বন্ধের হিড়িক পড়েছে। একটার পর একটা ধারাবাহিক বন্ধ করছে চ্যানেল কর্তৃপক্ষরা। আর তার পরিবর্তে আসছে নতুন নতুন সব গল্প কাহিনী। এই যেমন কিছুদিন আগেই বন্ধ হয়েছে স্টার জলসার সিরিয়াল ‘মাধবীলতা’। মাত্র ৩ মাসের মধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছিলেন শ্রাবণী ভুঁইয়া (Srabani Bhuiyan)।

যদিও এটাই কিন্তু শ্রাবণীর প্রথম সিরিয়াল নয়। মূলত ‘রাখি বন্ধন’ ধারাবাহিক দিয়ে তার অভিনয় জীবনের যাত্রা শুরু। এরপর একে একে ‘কণক কাঁকন’, ‘জীবনসাথী’, ‘মাধবীলতা’র মত জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

তবে মাধবীলতা শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে দেখা যায়নি তাকে। অনেক দিন ধরেই গুঞ্জন ছিল যে, ফের একবার ধারাবাহিকে ফিরছেন শ্রাবণী। গুজব ছিল, অভিনেতা শন ব্যানার্জির বিপরীতে কাস্ট করা হবে তাকে। পাশাপাশি শোনা যায় যে, সৈয়দ আরেফিনের সঙ্গে জুটি বাঁধছেন ‘মাধবী’ তথা শ্রাবণী।

তবে এই দুই নায়কের কেউই নয়, সম্পূর্ণ নতুন এক অভিনেতার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শ্রাবণী। সূত্রের খবর, এবার আর স্টার জলসা নয়, অভিনেত্রী ফিরছেন জি বাংলার পর্দায়। নতুন এই ধারাবাহিকের নাম হল ‘মুকুট’। ব্লুজ প্রোডাকশনের নতুন ধারাবাহিকের নতুন নায়ক রায়ানের সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে!

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে মাত্র তিন মাসের মাথায় হঠাৎ করেই সবাইকে চমকে দিয়ে বন্ধ হয়ে যায় ধারাবাহিক মাধবীলতা! সকলের সাথে সাথে চমকে উঠেছিলেন শ্রাবণীও। স্টুডিওপাড়ার খবর, ঘটনার আকস্মিকতায় নাকি ভেঙে পড়েছিলেন তিনি। তবে এবার আবার ঘুরে দাঁড়ানোর পালা।

Avatar

Moumita

X